৭৪ ভাগ মানুষ ভোট দেননি
- এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
- ০৭ নভেম্বর ২০২৩, ০০:৫২
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে মোট ভোটারের ২৬.৭৪ ভাগ ভোটার ভোট প্রদান করলেও ভোট দেননি ৭৩.২৬ ভাগ ভোটার। রিটার্নিং অফিসার স্বাক্ষরিত নির্বাচনের ফলাফল থেকে জানা যায়, উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২ জন। নির্বাচনে ভোট প্রদান করেছেন ১ লাখ ৯ হাজার ৬৬৫ জন। তাদের মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন এবং বাতিলকৃত ভোটারের সংখ্যা ১ হাজার ৩০৮ জন।
প্রতিদ্বন্দ্বী ৫ জন প্রার্থীর মধ্যে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মো: শাহজাহান আলম সাজু। মোট ভোটারের মধ্যে তিনি পেয়েছেন ১৬.১৭ ভাগ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট। তিনি পেয়েছেন মোট ভোটারের ৯.১৬ ভাগ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো: আব্দুল হামিদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আম প্রতীকে পেয়েছেন ৭২৯ ভোট এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম (জুয়েল) গোলাপফুল প্রতীকে পেয়েছেন ৫৬১ ভোট।
গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলার ৯টি ও আশুগঞ্জ উপজেলার ৮টিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৬ বারের সাবেক এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে এ আসনটি শূণ্য হয়। শূন্য এ আসনটির উপনির্বাচন স্বল্প মেয়াদে ও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে বিএনপি দলীয় কোনো প্রার্থী বা বিএনপি সমর্থিত কোনো প্রার্থী না থাকায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে অধিকাংশ ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ ছিল না বলে ধারণা করছেন এলাকাবাসী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা