১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
আলেমদের বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রতিবাদ

রাজধানীসহ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর (উপরে) ও দক্ষিণের বিক্ষোভ মিছিল : নয়া দিগন্তা -

দেশবরণ্য ১১৬ আলেমের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেয়ার প্রতিবাদে এবং গণকমিশনের সদস্যদের আইনের আওতায় আনার দাবিতে গতকাল রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। এ সময় সিলেটে জামায়াত নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। হামলা ও গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
ঢাকা মহানগর উত্তর : জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ‘তথাকথিত গণকমিশনের দেশবরণ্যে ১১৬ আলেমের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতি, মানিলন্ডারিং, জঙ্গিবাদে অর্থায়ন, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও ইসলামের অপব্যাখ্যার কথিত অভিযোগের প্রতিবাদে এবং তথাকথিত গণকমিশনের হোতাদের আইনের আওতায় আনার দাবিতে’ এক বিক্ষোভ মিছিল মিরপুর-১ গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঘাদানিকেরা কথিত গণকমিশনের নামে দেশবরেণ্য আলেম-ওলামার চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অথচ আলেমরাই উম্মাহর শ্রেষ্ঠ সন্তান। আলেমদের মর্যাদা সম্পর্কে সূরা আল ফাতিরের ২৮ আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয় তার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করেন’। সুনানে আবু দাউদে আলেমদেরকে নবীদের উত্তরসূরি বলে উল্লেখ করা হয়েছে। তাই জাতির এসব রাহবারদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জনগণ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। তিনি দেশ, জাতি, ইসলাম ও ইসলামী মূল্যবোধবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মো: তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা: ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মোস্তাফিজুর রহমান ও জামাল উদ্দীন, ঢাকা মহানগর উত্তরের শূরা সদস্য ডা: শফিউর রহমান, আতাউর রহমান সরকার ও ডা: মাঈনুদ্দীন, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি জাহাঙ্গীর আলম ও পশ্চিমের সভাপতি সাব্বির বিন হারুন প্রমুখ।
ঢাকা মহানগর দক্ষিণ : ‘তথাকথিত গণকমিশনের দেশের শীর্ষ আলেম-ওলামার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল গুলিস্তান ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া এলাকা থেকে শুরু হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন ও দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস সালাম, আমিনুল ইসলাম, ড. মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি আবুল খায়ের, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল কাইউম মুরাদ প্রমুখ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তথাকথিত গণকমিশন প্রকাশিত শ্বেতপত্রে দেশের শীর্ষস্থানীয় ১১৬ জন আলেম-ওলামাদের সম্পর্কে যেসব অশালীন মন্তব্য ও ধৃষ্টতার বহিঃপ্রকাশ ঘটেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের বরেণ্য এসব আলেম-ওলামা ও মাশায়েখদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা মূলত ইসলাম ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের তৌহিদি জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রাজশাহী ব্যুরো জানায়, গতকাল সকালে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর তালাইমারী শহীদ মিনার চত্বর এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সামাদ, বোয়ালিয়া পূর্ব থানার সেক্রেটারি কামরুজ্জামান প্রমুখ। কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের অর্থনীতি বিপর্যস্ত। এমন সময় তথাকথিত স্বঘোষিত গণকমিশন গঠন করে দেশের জনপ্রিয় শীর্ষ ১১৬ জন আলেম ও এক হাজার মাদরাসার তালিকা করে দুদকের কাছে জমা দেয়া ইসলামের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
সিলেটের মিছিলে পুলিশি হামলার নিন্দা জামায়াতের
সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিলের শেষে সাদা পোশাকধারী পুলিশের হামলা ও ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। আইন ও মানবাধিকার পরিপন্থ’ী এসব হামলা ও নির্যাতন থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান তারা। গতকাল এক বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, শান্তিপূর্ণ মিছিল সমাবেশ যেকোনা রাজনৈতিক দলের গণতান্ত্রিক মৌলিক অধিকার। দেশবিরোধী চক্র তথাকথিত গণকমিশন কর্তৃক দেশের শীর্ষ স্থানীয় আলেম-ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর জামায়াত মঙ্গলবার নগরীতে শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিল শেষে নিরীহ নেতাকর্মী যখন নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন ঠিক সেই মুহূর্তে কিছু অতি উৎসাহী সাদা পোশাকধারী পুলিশ নিরপরাধ নেতাকর্মী ও সাধারণ পথচারীদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধরপাকড় করে, যা সম্পূর্ণ আইন, মানবাধিকার ও সংবিধানবিরোধী।
খুলনা ব্যুরো জানায়, জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখা গতকাল মঙ্গলবার নগরীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের খুলনা মহানগর নায়েবে আমির মাস্টার শফিকুল আলম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও অধ্যাপক নজিবুর রহমান, ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি মুহাম্মদ আব্দুল আওয়াল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগর সভাপতি মুহাম্মদ আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর উত্তর থানা আমির মুহাম্মদ অলিউল্লাহ, লবণচরা থানা আমির নাসির উদ্দীন মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগর সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্রশিবির খুলনা মহানগর সেক্রেটারি মুহাম্মদ জাহিদুর রহমান নাঈম প্রমুখ।
মোবারক হোসাইনের মুক্তি দাবি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, মোবারক হোসাইন একটি রাজনৈতিক মিথ্যা মামলায় জামিনে ছিলেন। গত ধার্য তারিখে বিশেষ প্রয়োজনে তিনি আদালতে হাজির হতে পারেননি। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি ১৭ মে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তিনি আশা করেছিলেন মানবিক দিক বিবেচনায় নিয়ে আদালত তাকে জামিন দেবেন। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার পর এভাবে জামিন না পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত।
চট্টগ্রাম : দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও মাদরাসার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল-উত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন বলেন, দেশে ইসলাম ও আলেমদের বিরুদ্ধে নতুন করে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আলেম ওলামাদের বিরুদ্ধে ইসলামের চিহ্নিত শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এসব চিহ্নিত শত্রুদের মোকাবেলায় দেশের সব শ্রেণীর আলেম ও ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এতে আরো বক্তব্য রাখেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ্ ও এফ এম ইউনুছ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীসহ মহানগর ও থানার শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement
এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা কে হবে মিয়ানমারের আগামীর নীতিনির্ধারক ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে অর্থনীতি ধ্বংস করেছে : সেলিমা রহমান নোবিপ্রবির সাথে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর মতিউরের স্ত্রী কানিজ কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক খুন নাটোরে অগ্নিসংযোগের মামলায় দুলুসহ ৯৪ খালাস ক্রিড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদমুক্ত হওয়া উচিৎ : নূরুল ইসলাম বুলবুল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম বিএনপি নেতা শামীমকে শোকজ, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শাস্তি

সকল