এক দিন পরই বিদায় ঘণ্টা
- আবুল কালাম
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বইমেলার বিদায় ঘণ্টা বাজতে আর বাকি মাত্র এক দিন। কালকের দিনশেষে পরশু পূর্ণ হবে মাসের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। পঞ্জিকায় অন্যান্য মাস ৩০ কিংবা ৩১ দিনে হলেও ফেব্রুয়ারি ২৮ দিনেই পূর্ণ হয়। তাই পরশু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেই বিদায় নেবে বাঙালিদের মর্যাদার অন্যতম ভাষার মাস। এতে পর্দা নামবে অমর একুশে গ্রন্থমেলার। এর মাধ্যমে এক বছরের জন্য বন্ধ হবে প্রাণের বইমেলা।
মেলা শুরুর পর এ পর্যন্ত যা মনে হয়েছে তা হলো এবারের মেলায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হলেও বিক্রি কিছুটা কম ছিল। তার কারণ জনপ্রিয় লেখকদের নতুন বইসঙ্কট। এর মধ্যে প্রখ্যাত উপন্যাসিক হুমায়ূন আহমেদ। যার বইয়ের ক্রেতা পাঠকদের বড় একটা শ্রেণী। এবার তারা মেলায় এলেও হতাশ হয়েছেন। হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর এখন আর তার কোনো নতুন বই প্রকাশিত হয়নি। এভাবে করে অনেক লেখক আছেন যাদের পাঠক থাকলেও নতুন বই নেই। তাই মেলায় বই কিনতে এসেও পছন্দের বই না পেয়ে ক্রেতারা ফেরত গেছেন, যা মেলার শুরু থেকে শেষ পর্যন্ত অব্যাহত ছিল। যার কারণে ক্রেতা থাকলেও পর্যাপ্ত বিক্রি হয়নি।
বইমেলার ২৫তম দিনে নতুন বই এসেছে ১০১টি। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘গণ-অভ্যুত্থান, গ্রাফিতি ও অপরাপর ভিস্যুয়াল কালচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মুনেম ওয়াসিফ। আলোচনায় অংশ নেন তাসলিমা আখতার ও কামার আহমাদ সাইমন। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আজম।
প্রাবন্ধিক বলেন, জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতি, চিত্র ও লেখাগুলো থেকে বোঝা যায়, গত এক দশকের বেশি সময় আমরা যে ক্ষমতার জাঁতাকলের মধ্যে বসবাস করেছি, তরুণ প্রজন্ম সেই ক্ষমতার কর্তৃত্বকে ছুড়ে ফেলে দিতে চেয়েছে। জুলাই অভ্যুত্থানের বেশির ভাগ গ্রাফিতি ও চিত্রগুলো গতানুগতিক শিল্পধারা অনুসরণ করেনি। এ জন্যই সেগুলো এত অসাধারণ। এসব ছবির মাঝে এক ধরনের তেজ, ক্রোধ, ক্ষমতাকে প্রশ্ন করার সাহস এবং উপহাস কিংবা গভীর রাজনৈতিক বিষয়কে হাস্যরসে পরিণত করার প্রবণতা আছে। এর ভিত তরুণ প্রজন্মের মধ্যে দীর্ঘদিন ধরেই আস্তে আস্তে তৈরি হয়েছে। আলোচকদ্বয় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে দেয়ালে আঁকা গ্রাফিতি ও চিত্রগুলো শুধু ক্ষমতার কেন্দ্রকেই নয় বরং শিল্পের প্রতিষ্ঠিত সংজ্ঞা ও ভাষাকেও চ্যালেঞ্জ করেছে। মানুষের সহজাত ভাষা, চিন্তা ও সমষ্টিগত আবেগকে ধারণ করে এসব গ্রাফিতি হয়ে উঠেছে অভ্যুত্থানের অন্যতম শক্তিশালী প্রকাশ মাধ্যম। গণ-অভ্যুত্থানের সময় গ্রাফিতির ভাষা, শ্লেষ ও ক্ষোভ ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছে এবং ছাত্র, তরুণ, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে ভূমিকা রেখেছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, জুলাই অভ্যুত্থানে দেওয়ালে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গ্রাফিতি ও চিত্র প্রকাশিত হয়েছে, সেগুলোর শিল্পগত ও নান্দনিক বৈশিষ্ট্যের পাশাপাশি আরো নানামাত্রিক আলোচনা হতে পারে। এগুলোকে যদি যথার্থ স্থানে এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এর যে ব্যাখ্যাগত সম্ভাবনা দাঁড়াবে সেটা হবে অসীম ও অসামান্য।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ও সম্পাদক শওকত হোসেন ও কবি শামীমা চৌধুরী।
এ দিকে অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার পেয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ। মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কারে প্রকাশনা প্রতিষ্ঠান পাঠক সমাবেশ। রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পেয়েছে শিশুতোষ বই প্রকাশের প্রতিষ্ঠান কাকাতুয়া।
মেলায় এসেছে ‘বাই অ্যান এক্সপার্ট প্রাইম মিনিস্টার ইউনূস বধকাব্য’। এর লেখক সাংবাদিক, কবি আবদুল হাই শিকদার। প্রকাশনী : শোভা প্রকাশ। বিষয় : বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব। ‘মিসকোটিং মুহাম্মাদ (স.)’। লেখক ড. জোনাথন এসি ব্রাউন, আব্দুল্লাহ ইবনে মাহমুদ (অনুবাদক)। প্রকাশক জ্ঞানকোষ প্রকাশনী। ‘বন্ধু রাষ্ট্র : ভারত-বাংলাদেশের অসম অর্থনৈতিক সম্পর্ক’। লেখক ফয়েজ আহমদ তৈয়্যব। প্রকাশক আদর্শ। পিয়াস মজিদের কবিতাগ্রন্থ রূপকথার রাস্তাঘাট। এর প্রকাশক বেঙ্গলবুক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা