চার জেলায় নিহত ৪
ইবির বাস ধান ক্ষেতে পড়ে আহত ২৫- নয়া দিগন্ত ডেস্ক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে ২৫ জন আহত হয়েছেন।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, শৈলকুপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি শৈলকুপা পৌরসভার খালদারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। তার চাচাতো ভাই বাবুল হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে শৈলকুপা শহর থেকে বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। ফরিদপুর হাসপাতালে যাওয়ার সময় তিনি পথের মধ্যেই মারা যান।
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় মঙ্গলবার বরযাত্রীর মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হয়। পরে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ১ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে টাঙ্গাইল অভিমুখী মাইক্রোবাসটি বাস্তায় দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে টাঙ্গাইল নগর জালফৈ বাইপাস এলাকায় বরযাত্রী কনের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে। নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বারুই পটল ব্রিজপাড় এলাকায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আশরাফুল ইসলাম নামে একজন নিহত ও আরোহী সাব্বির আহমেদ গুরুতর আহত হয়। আহত সাব্বির হোসেনকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আশরাফুল ইসলাম বগুড়া জেলার শিবপুর থানাধীন সোনাপুর গ্রামের মুখলেসুর রহমানের ছেলে। আহত সাব্বির হোসেন একই এলাকার বাবু মিয়ার ছেলে সাব্বির।
আহত সাব্বির হোসেন জানান, আশরাফুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর গভীর নলকূপ স্থাপন প্রকল্পের একজন ঠিকাদার। তুলশিপুর খোপীবাড়ী এলাকায় প্রকল্পের কাজ চলছে। ওই খান থেকে মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বয়রা বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় কবলিত হয়। আশরাফুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এবং আমি আহত হই।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আরজিনা খাতুন (৫০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজিনা খাতুন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত মোতালেব প্রামানিক স্ত্রী।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাবুপাড়া ইউনিয়নের সামনে এক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি ট্রাক। ঘটনা স্থলে পুলিশ গিয়ে দেখতে পায় ওই নারী মারা গেছে। তবে কেউ ওই ট্রাকটির নাম্বার বলতে পারে নাই।
ইবি সংবাদদাতা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী বাস ধানক্ষেতে পড়ে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার সময় ইবির ভাড়াকৃত শিক্ষার্থীবাহী ‘সুহাইল’ বাসটি কুষ্টিয়া থেকে ক্যাম্পাসের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে সাড়ে ১০টা নাগাদ বিত্তিপাড়া এলাকায় দ্রুত গতিতে আরেকটি গাড়িকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে পড়ে উল্টে যায় বাসটি। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা