পৌনে দুই কোটি টাকা দামের ৫০টি গাড়ি পাচ্ছেন ডিসি-ইউএনওরা
- সৈয়দ সামসুজ্জামান নীপু
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০
প্রায় পৌনে দুই কোটি টাকার দামের বিলাশবহুল গাড়ি পাচ্ছেন ৫০ জন জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। ২৭০০ সিসির মিৎসুবিশি পাজেরো (কিউএক্স) ৫০টি গাড়ি কিনতে ব্যয় হবে ৮৪ কোটি ৬৭ লাখ টাকা। সরকারি কাজে ব্যবহারের জন্য প্রতিস্থাপক হিসেবে ৫০টি নতুন জিপ গাড়ি কেনার প্রস্তাব অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গেল সপ্তাহে অনুমোদন করেছেন বলে জানা গেছেন। তবে এ জন্য বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয়া হয়েছে।
সূত্র জানায়, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জন্য প্রতিস্থাপক হিসেবে ২০০টি জিপ গাড়ি ক্রয়ের প্রস্তাবে সম্মতি দিতে অনুরোধ জানানো হয়। এর মধ্যে থেকে ৫০টি গাড়ি কেনার অনুমোদন দেয়া হয়েছে।
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি যানবাহন অধিদফতরাধীন সরকারি সড়ক পরিবহন শাখার মোটরযান ক্রয় খাতে বরাদ্দকৃত ৩৭৭ কোটি টাকা থেকে এ ব্যয় নির্বাহ করা হবে।
জানা গেছে, অর্থ বিভাগ থেকে ২০২৩ সালের ৩১ জুলাই তারিখে জারিকৃত ৪৯৪নং স্মারক অনুসারে গ্রেড-১ ও গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অনূর্ধ্ব ২৭০০ সিসির জিপ গাড়ির মূল্য এক কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা ( রেজিট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছিল। পরে ২০২৪ সালের ১৬ অক্টোবর তারিখের ৭৪৯ নং স্মারকের মাধ্যমে একই পর্যায়ের কর্মকর্তাদের জন্য বর্ণিত জিপ গাড়ির মূল্য এক কোটি ৬৯ লাখ ৩৫। হাজার টাকা (রেজিস্ট্রেশন, ভাটি ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়।
গাড়ি কেনার যুক্তিকতা তুলে ধরে বলা হয়েছে, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসাররা জেলা ও উপজেলাতে দফতর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এ ক্ষেত্রে তাদের মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা, পরিদর্শন, তদারকি, আইনশৃঙ্খলা উন্নয়ন কাজসহ নানাবিধ সরকারি দায়িত্ব পালন করতে হয়। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা গ্রেড-১ বা গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তা না হলেও দাফতরিক কাজের প্রয়োজন ও প্রকৃতি বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অনূর্ধ্ব ২৭০০ সিসির ২০০টি গাড়ি কিনতে সম্মতি দেয়ার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৩-এর ৩১ জুলাইএ জারিকৃত ৪৯৪নং স্মারকের শর্ত শিথিল করে অর্থ বিভাগ থেকে একই বছরের আগস্টের ৮ তারিখে ৫২নং স্মারকের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জন্য অনূর্ধ্ব ২৭০০ সিসির ২৬১টি জিপ গাড়ি কেনার জন্য ৩৮১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের সম্মতি দেয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি যানবাহন অধিদফতরাধীন সরকারি মোটরযান ক্রয় খাতে বরাদ্দকৃত ৩৭৭ কোটি টাকা হতে অর্থ বিভাগের ২০২৪ সালের ১৬ অক্টোবরে জারিকৃত ৭৪৯নং সারক অনুযায়ী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জন্য প্রতিস্থাপক হিসেবে ২০০টি জিপ গাড়ির পরিবর্তে ৫০টি নতুন জিপ গাড়ি কেরার জন্য সুপারিশ করা হয়।
এ প্রেক্ষাপটে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সবকারি কাজে ব্যবহারের জন্য ৫০টি জিপ গাড়ির প্রতিস্থাপক হিসেবে ৫০ পঞ্চাশটি নতুন জিপ গাড়ি কিনতে (রেজিস্ট্রেশন, ট্যাক্স ও ভ্যাটসহ, অনূর্ধ্ব ২৭০০ সিসি প্রতিটি জিপ গাড়ি এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা হিসেবে ৮৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের শর্ত সাপেক্ষে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।
শর্তগুলো হচ্ছে- ক. গাড়ি ক্রয়ের পূর্বে পুরনো গাড়িগুলো অকেজো ঘোষণা সংক্রান্ত বিআরটিএর পরিদর্শক দলের অনুমোদনের অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে; খ.গাড়ি কনডেমনেশন সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত/ কার্যবিবরণীর অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে; গ. অকেজো ঘোষণাকৃত গাড়িগুলোর বিক্রয় লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া সংক্রান্ত ট্রেজারি চালানের কপি অর্থ বিভাগে পাঠাতে হবে; ঘ.গাড়ি ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে; এবং এ বিষয়ে সব বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।