বাংলায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয় : ধর্ম উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলার জমিনে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয়। ইসলামের ফরজ বিধান প্রতিষ্ঠায় তার এ অবদান কোনো দিন অস্বীকার করা যাবে না। হাজী শরীয়তুল্লাহকে জানা মানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে জানা।
গতকাল মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদরাসার ৮০তম ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ দেশে ইসলাম প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলার মানুষ মাথায় টুপি পরে, নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, ইসলাম ধর্ম পালন করে- এসবের পেছনে হাজী শরীয়তুল্লাহর বিশেষ অবদান রয়েছে।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, ব্রিটিশ শাসকরা এ দেশের কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার করত। কৃষকের কাছ থেকে কম দামে নীল কিনে নিতো। নীলচাষে বাধ্য করত। জোর করে তাদেরকে দিয়ে কাজ করাতো। শ্রমিকদেরকে নায্য মজুরি দিতো না।
কৃষকদের ওপরেও জুলুম করত। এর প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরীয়তুল্লাহ এই প্রতিবাদ করেছিলেন। তিনি ব্রিটিশদের শাসন বিরোধিতা করতে প্রতিষ্ঠা করেছিলেন ফরায়েজী আন্দোলন।
ড. খালিদ বলেন, আমরা যখন পড়াশোনা করেছি তখন ফরায়েজী আন্দোলন ও হাজী শরীয়তুল্লাহর অবদান সম্পর্কে জানতে পেরেছি। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার সম্পর্কে জানার সুযোগ নেই। তিনি শিক্ষা অধিদফতরের সাথে পরামর্শক্রমে পাঠ্য বইয়ে হাজী শরীয়তুল্লাহর ইতিহাস অন্তর্ভুক্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ড. খালিদ বলেন, ফরায়েজী আন্দোলন বাংলাদেশের একটি পুরনো সংগঠন। তবে এই পুরনো সংগঠনটি এখনও নিবন্ধন পায়নি, এটা খুবই আশ্চর্যের বিষয়। তিনি এই সংগঠনটির নিবন্ধনের ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে কথা বলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশীন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ মো: রতন শেখসহ ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর প্রতিনিধি জানান, ছোট ছোট দল যেখানে নিবন্ধন পেয়েছে সেখানে ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ কেন নিবন্ধন পাবে না এমন প্রশ্ন রেখে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করা হবে। গতকাল দুপুরে মাদারীপুরের শিবচরে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিবিজড়িত ‘বাহাদুরপুর মাদরাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।’
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা