১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`
শিক্ষকদের আন্দোলনে শাহবাগ অচল

পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহার

রাজধানীর শাহবাগ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ প্রাপ্ত সহকারী শিক্ষকদের রাস্তা থেকে সরাতে পুলিশের জলকামান ব্যবহার : নয়া দিগন্ত -

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। বেলা ১টা ২০ মিনিটের দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে করে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। এ সময় শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বেলা আড়াইটার দিকে লাঠিপেটা ও জলকামানের পানি ছিটিয়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার রাস্তার দিকে সরে আসেন তারা। এতে সড়ক অবরোধমুক্ত হলেও বিক্ষোভকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।
সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের বাঁ পাশের সড়কে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এবং ডান পাশের সড়কে এনটিআরসিএর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা অবস্থান নেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে মেট্রোরেল স্টেশনের নিচে রাখা জলকামান থেকে পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। বেলা পৌনে ৩টার দিকে সেখানে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ছত্রভঙ্গ হয়ে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে আবারো অবস্থান নেন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কটি ছাড়া শাহবাগের মোড়ের অন্য সড়কগুলো যানজটমুক্ত হয়। পুলিশের লাঠিপেটায় ৪ জন শিক্ষক আহত হয়েছেন। আহতরা হলেন- প্রাথমিক শিক্ষক নাজমুন নাহার কনা (২৭), নিবন্ধিত শিক্ষক রিয়াজ উদ্দিন (৪২), পথচারী সীমা আক্তার (২৩) ও তানজিলা আক্তার (২৩)। আহতরা সবাই ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।
এনটিআরসিএর নিয়োগ প্রত্যাশীরা বলছেন, শিক্ষক নিয়োগ চক্রে (১ম-৫ম গণবিজ্ঞপ্তিতে) আবেদনকৃতদের বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিজনিত কারণে তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১ থেকে ১২তম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেস পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে এবং বিগত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস সাব্বির আহমেদের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন চান তারা। এ ছাড়া আমলাতান্ত্রিক সব জটিলতা নিরসন করে নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
এনটিআরসিএর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন বলেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।
প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীরা বলছেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষ্যম্যমূলক। এই সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সাথে প্রতারণা। আমরা চাই, দ্রুতই যেন এই রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।
আন্দোলনকারী তানিয়া সুলতানা বলেন, আমরা শিক্ষক নিয়োগের প্রত্যেকটি ধাপ সঠিকভাবে অতিক্রম করে শিক্ষক হিসেবে মনোনীত হয়েছি। কিন্তু ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আমাদের নিয়োগ স্থগিত করার রায় দেয়। আমরা আমাদের অধিকারের জন্য এখানে এসেছি। দ্রুত আমাদের নিয়োগের ব্যবস্থা করে দাবি পূরণ করতে হবে। আমরা দাবি পূরণ না হলে ঘরে ফিরে যাব না।
এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে, গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।


আরো সংবাদ



premium cement
মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করল গুগল যশোরে মাইকে ঘোষণা দিয়ে বিএনপি নেতাদের ওপর আ’লীগের হামলা ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি স্ত্রীসহ সাবেক ওসি মাজহারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক গভর্নরকে ট্রাম্পের ক্ষমা সিরাজদিখানে নিখোঁজের ১১ দিন পর লাশ উদ্ধার, আটক ৪ কোনো অন্যায়ের কাছে যুবক তরুণেরা মাথা নত করবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করা হবে : আসিফ মাহমুদ লক্ষ্মীপুরে আগুনে ২০ দোকান পুড়ে ছাই

সকল