০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

মাওলানা মামুনুল হকের বিশেষ আহ্বান

-

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, অভ্যুত্থান ও পরবর্তী সংগ্রামে বাংলাদেশের সর্বস্তরের জনতার অভূতপূর্ব অংশগ্রহণ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ফ্যাসিবাদের প্রতিটি স্মৃতিচিহ্ন ও প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মের মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। আগামীতে ফ্যাসিবাদমুক্ত দেশপ্রেমিক জনতার কাক্সিক্ষত বাংলাদেশ দেখার প্রতীক্ষায় আছি আমরা সবাই। অপর দিকে বসে নেই দেশবিরোধী অপশক্তি, তার দোসর ও পরিকল্পনাকারীরা। জনতার জাগরণের মোড় ঘুরিয়ে দিতে পারে যেকোনো মুহূর্তে। ইতোমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। আশঙ্কা হচ্ছে-চলমান আন্দোলনকে সহিংসতার রূপ দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা হতে পারে। সে ক্ষেত্রে দেশে-বিদেশে ভয়ঙ্কর চাপে পড়বে বাংলাদেশ।
তিনি আরো বলেন, রক্ত খেকো হাসিনা সরকারের রক্তচোষা বুলেটের সামনে বুক চিতিয়ে আত্মদানকারী আবু সাঈদ-মুগ্ধদের রক্তস্নাত বিপ্লব পাড়ি দিয়ে বাংলাদেশ সফল অভ্যুত্থান ঘটিয়েছে, সেখানে পরাজিত অপশক্তির রক্ত ঝরেছে খুব মামুলি। আর এতেই বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে পৃথিবী। এতে হয়তো হতাশ হয়েছে দেশবিরোধী অপশক্তি। তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা। আর তাই তীব্রভাবে আশঙ্কা করা হচ্ছে, চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ সৃষ্টি করা হবে। এজন্য এখন সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
আমি দেশের আলেম-ওলামা, ইসলামপ্রিয় জনতাসহ সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানাই, কোনো অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে। মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত না হয়। পরিণামে ক্ষতিগ্রস্ত হবে বিপ্লব। ক্ষতিগ্রস্ত হবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবার সম্ভাবনা। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।
তিনি আরো বলেন, পবিত্র জুমাকে কেন্দ্র করেও অতিরিক্ত বিক্ষোভ কিংবা শোডাউনের কর্মসূচি কোনো দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস অথবা অন্য কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয়। এমন পরিস্থিতিতে দেশের সব বিক্ষুব্ধ জনতা ও দেশপ্রেমিক জনগণকে যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার আহ্বান জানাচ্ছি। দেশের জনগণের জান মালের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সকল দেশপ্রেমিক জনগণের ঐতিহাসিক দায়িত্ব। আল্লাহ আমাদের দেশ ও জাতির সার্বিক মঙ্গল করুন।


আরো সংবাদ



premium cement
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত ১৫ চট্টগ্রামে কি আদৌ পাহাড় থাকবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার বিশৃঙ্খলা সমর্থন করবে না বিএনপি পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করছেন আ’লীগ আমলে শেয়ারবাজার থেকে উধাও ১৫ লাখ বিনিয়োগকারী বেড়েছে সয়াবিন তেলের সঙ্কট সামান্য কমলো চালের দাম সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা চান নেতানিয়াহু বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব পূর্বাচলে ৩২০ কিলোমিটার পানির লাইনের কাজ হয়েছে মাত্র ১৩ শতাংশ

সকল