প্রধান শিক্ষকসহ নিহত ২
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং নোয়াখালীর সেনবাগে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জে বাসের ধাক্কায় হাবিবুর রহমান কাঞ্চন (৫৭) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান কাঞ্চন সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বাটাইল গ্রামের বাসিন্দা এবং পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া শহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে পাকুন্দিয়া উপজেলা শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ওই প্রধান শিক্ষক মোটর বাইকে করে নিজ বাড়ি যাওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে নিহত হন।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশা চালক। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আজিজপুর পোলের গোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাযাত্রীর নাম নজরুল ইসলাম (২৫)। তিনি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের বাসিন্দা। আহত চালক মোহাম্মদ কিরণ (২০) একই গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা