০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশীকে নিয়ে গেছে বিএসএফ

-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে বাংলাদেশী কিশোর সজিব হোসেনকে (১৭) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৩ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্তের মাঠে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। তবে বিজিবির দাবি সজিবকে বাংলাদেশ থেকে নয়, ভারতীয় অভ্যন্তর থেকে মাদকসহ আটক করা হয়েছে।
জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের উত্তরপাড়ার দিনমজুর শফিকুল ইসলামের ছেলে সজিব ও একই গ্রামের দিলু মণ্ডলের ছেলে মকবুল হোসেন, খতিবের ছেলে শাওন ও আশরাফের ছেলে নয়ন সোমবার বেলা ২টার দিকে ভারত সীমান্তের পুটিখালী মাঠে যায়। সেখানে তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় ভারতের নদীয়া জেলার পুটিখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও আটক হয় সজিব।
মা সাবিনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ছেলে সজিব বন্ধুদের সাথে সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তারা সবাই বাড়ি ফিরে এলেও সজিবকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারি ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফের হাতে সে ধরা পড়েছে। আমরা তাৎক্ষণিক বিজিবির সাথে যোগাযোগ করি। বিজিবি সে সময় আমাদের বলে যে, ঘটনার ব্যাপারে তাদের কোনো কিছু জানা নেই। আমরা আবার মঙ্গলবার সকালে বিজিবি ক্যাম্পে গেলে তারা বলেন, সজিবকে বিএসএফ চালান করে দিয়েছে, এখন পতাকা বৈঠক করে দেখা যাক কী করা যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম আব্দুল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে বিজিবির সাথে যোগাযোগ করা হয়েছে।
মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিক জানান, ভারতীয় তিন নাগরিকসহ সজিব হোসেন মাদকের চালানসহ ভারতের অভ্যন্তরে আটক হয়েছে। আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। কিন্তু সে ভারতের অভ্যন্তরে মাদকসহ গ্রেফতার হওয়ায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব স্বপ্নের ফাইনালে চিটাগং কিংস উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ সহজ জয়ে আর্জেন্টিনা, লড়তে হলো ব্রাজিলকে সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ হাটহাজারীতে চেয়ারম্যান গ্রেফতার, সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ আহত ৬ হাসিনার যেকোনো রাজনৈতিক পদক্ষেপের জন্য ভারত দায়ী থাকবে : নাহিদ স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ১৪৭৮১৮ টাকা মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই : বাউবি ভিসি হেটমায়ারের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৬৩ রান

সকল