এবার আসছে উড়ন্ত ট্যাক্সি
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শিগগিরই আধুনিক পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে দুবাই। ২০২৬ সালের মধ্যেই দেশটির আকাশে দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি।
মিউজিয়াম অব দ্য ফিউচার-এর দ্বিতীয় তলায় দর্শনার্থীদের সামনে উন্মোচিত হয়েছে এই ট্যাক্সির পূর্ণাঙ্গ মডেল। দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো হলেও এটি আরো উন্নত প্রযুক্তির। ছয়টি রোটর ও তিনটি গোলাকার ল্যান্ডিং স্কিডসহ ডিজাইন করা এই ইলেকট্রিক এয়ার ট্যাক্সি চারজন যাত্রী বহন করতে পারবে।
দুবাইয়ের প্রথম জবি এস-৪ মডেলের উড়ন্ত ট্যাক্সি পুরোপুরি বিদ্যুৎচালিত এবং শূন্য কার্বন নির্গমন নিশ্চিত করবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২২ কিলোমিটার এবং একবার চার্জে ১৬১ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এটি গাড়ির তুলনায় অনেক কম সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে। উদাহরণ হিসেবে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহ যেতে গাড়িতে যেখানে প্রায় ৪৫ মিনিট লাগে, সেখানে উড়ন্ত ট্যাক্সি মাত্র ১২ মিনিটে পৌঁছাতে পারবে।
উড়ন্ত ট্যাক্সি নিয়ে দুবাইবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এটি শহরের যানজট কমাবে এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর কার্যকর উপায় হয়ে উঠবে। তবে সবাই এ নিয়ে আশাবাদী নন। দুবাইয়ে ১১ বছর ধরে বসবাসরত গৃহিণী এলেন কোরতেজ জানান, উচ্চতার ভয় থাকায় তিনি এটি ব্যবহার করবেন না।
দুবাই বিশ্বের প্রথম শহর হতে যাচ্ছে, যেখানে বাণিজ্যিকভাবে উড়ন্ত ট্যাক্সি চালু হবে। এটি শহরের পরিবহন ব্যবস্থার বড় পরিবর্তন আনবে এবং ২০৩০ সালের মধ্যে দেশটির ২৫ শতাংশ যানবাহন স্বয়ংক্রিয় করার লক্ষ্যে পৌঁছতে সহায়তা করবে। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা