০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

৮ হাজার ফুট উঁচুতে হাঁটলেন তারা

-

আকাশে আট হাজার ফুটের বেশি উচ্চতায় ভাসছে দু’টি গ্যাস বেলুন। দুই বেলুনের মাঝখানে ঝুলছে একটি দড়ি। সেটির ওপর দিয়ে হেঁটে এক বেলুন থেকে অন্য বেলুনে যাচ্ছেন আপনি। একবার এই দৃশ্য কল্পনা করে দেখুন তো, নিশ্চয়ই দম বন্ধ হয়ে আসছে। রোমহর্ষক এই কাণ্ড করেছেন লুকাস ইরমলার ও ফ্রিডি কুডা। গত বছরের নভেম্বরে এই দুই জার্মান অ্যাথলেট ৮ হাজার ২০২ ফুট ওপরে ঝুলতে থাকা দড়ির ওপর দিয়ে হেঁটে গেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করেছেন তারা। তাদের প্রচেষ্টা সফল হয়েছে, তারাই এখন সবচেয়ে উঁচুতে দড়িতে হাঁটার (স্লাকলাইন ওয়াক) রেকর্ডের মালিক।
লুকাস ও ফ্রিডি গত ৯ নভেম্বর এ কাজ করেছেন। প্রথমে লুকাস আকাশে ভাসতে থাকা বেলুনে হাঁটা শুরু করেন। কিন্তু পরপর দু’বার তাকে ব্যর্থ হতে হয়, হাঁটতে শুরু করার পর ভারসাম্য হারিয়ে তিনি দড়ি থেকে পড়ে যান এবং আবার প্রথম থেকে শুরু করেন। তৃতীয়বার আর লুকাসকে ব্যর্থ হতে হয়নি। অসাধারণ দক্ষতায় তিনি এক বেলুন থেকে দড়ির ওপর দিয়ে হেঁটে অন্য বেলুনে চলে আসেন। এবার ফ্রিডির পালা। লুকাস যখন হাঁটছিলেন, তখন ফ্রিডি অপর প্রান্তে বেলুনে বাঁধা ঝুড়িতে দাঁড়িয়ে তা দেখছিলেন। তিনি বলেন, ‘আকাশে দড়ির ওপর হাঁটতে গিয়ে লুকাস যেভাবে যুদ্ধ করেছে, তা দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম।’
ফ্রিডিকেও একই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। ফ্রিডি বলেন, পুরো সময় বেলুন দু’টি শুধু ঘুরছিলই না, ওপর-নিচে ওঠানামাও করছিল। কখনো আমরা নিচে নামার মতো করে হাঁটছিলাম, পরমুহূর্তে খাড়া পথ বেয়ে ওঠার মতো করে। কোনো কিছু আমাদের এ পরিস্থিতির জন্য প্রস্তুত করতে পারত না। লুকাস বলেন, বিশ্ব রেকর্ড ভাঙার এই প্রচেষ্টা আমার জন্য খুবই কঠিন ছিল। প্রচণ্ড চাপে ছিলাম। দারুণভাবে এ চাপ থেকে মুক্তি পেয়েছি এবং ওটা ছিল গৌরবের মুহূর্ত। ২৭ জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে লুকাস ও ফ্রিডির এই রেকর্ড গড়ার খবর প্রকাশ পেয়েছে। ইণ্টারনেট।

 


আরো সংবাদ



premium cement

সকল