২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

শিক্ষকের অভাবে ধুঁকছে মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান

সাড়ে সাত হাজারের পদোন্নতি সম্ভব
-

শিক্ষকের অভাবে বাংলাদেশের প্রায় সব মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান ধুঁকছে। বাংলাদেশে সরকারি-বেসরকারি শতাধিক মেডিক্যাল কলেজ রয়েছে। এর বাইরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাড়াও অনেক উচ্চশিক্ষা ইনস্টিটিউশন রয়েছে, এর সবগুলোই প্রয়োজনীয় শিক্ষকসঙ্কটে আছে। বিগত দিনে নিজেদের স্বার্থে অন্যান্য প্রতিষ্ঠানের মতো মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান গড়া হয়েছে, স্থাপনা নির্মাণ করা হয়েছে; কিন্তু শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। ফলে প্রায় সব মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানই শিক্ষক স্বল্পতায় অ্যাকাডেমিক কার্যক্রম ঠিকমতো চালাতে পারছে না।
জানা গেছে, বেসরকারি মেডিক্যাল কলেজগুলো বাদ দিলেও কেবল সরকারি মেডিক্যাল কলেজ, মেডিক্যাল উচ্চশিক্ষা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে পদায়ন করার জন্য সাত হাজার ৫৪৭ জন চিকিৎসক রয়েছেন, যারা ইতোমধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের স্কেলে বেতনভাতা পাচ্ছেন। তাদের যোগ্যতা অনুয়ায়ী পদোন্নতি দিয়ে মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হলে সরকারি খাত থেকে নতুন করে কোনো অর্থ ছাড় করতে হবে না। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমানের স্বাক্ষরিত একটি নোট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত চিকিৎসকদের পদোন্নতি প্রদানের লক্ষ্যে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে সুপারনিউমেরারি পদ সৃজনের অনুরোধ করে তিনি নোট পাঠান।

সরকারি তথ্য অনুসারে, বাংলাদেশে মোট ৫৬টি সরকারি মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মেডিক্যাল কলেজ ৩৭টি, ১৮টি বিশেষায়িত উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং একটি ডেন্টাল কলেজ রয়েছে। প্রয়োজনীয়সংখ্যক সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের অভাবে মানসম্মত ও গুণগত চিকিৎসাশিক্ষা যেমন দেয়া সম্ভব হচ্ছে না; এসব মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানের সবগুলোর সাথে রয়েছে জনসাধারণকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতাল। হাসপাতালেও সিনিয়র চিকিৎসকের অভাবে গুণগত মানসম্পন্ন চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসাশিক্ষার প্রাণ হিসেবে এসব মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে উপরোক্ত তিন পদের চিকিৎসকরা অভিজ্ঞ চিকিৎসক হিসেবেও চিকিৎসা দিয়ে থাকেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমানের নোট থেকেই দেখা যাচ্ছে, এসব মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে পদ সৃজন না হওয়ায় স্বাস্থ্য ক্যাডারের বিপুলসংখ্যক উচ্চতর বিশেষায়িত ডিগ্রিধারা হওয়া সত্ত্বেও এসব মেধাবী চিকিৎসকদের অনেকেই মেডিক্যাল অফিসার হিসেবে অবসরে যেতে বাধ্য হচ্ছেন। পদোন্নতির সুযোগ না পাওয়ায় মেধাবী এসব চিকিৎসক সামাজিক ও মানসিক হতাশায় ভুগছেন এবং বঞ্চনার ফলে কর্মস্পৃহা কমে যাচ্ছে। ফলে চিকিৎসাশিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রক্রিয়া ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও সার্ভিসের ৩৭ হাজার ৭৭৩টি পদের বিপরীতে সহকারী অধ্যাপকের তিন হাজার ৩৮টি, সহযোগী অধ্যাপকের এক হাজার ৯৬০টি এবং অধ্যাপকের এক হাজার ৫৯টি পদ রয়েছে। বিগত বছরগুলোতে ২০টি নতুন মেডিক্যাল কলেজ ও মেডিক্যাল কলেজের সাথে হাসপাতাল স্থাপন করা হলেও তাতে পর্যাপ্তসংখ্যক পদ তৈরি করা হয়নি। বিসিএসের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা নির্ধারিত সময়ে পদোন্নতি পেলেও স্বাস্থ্য ক্যাডারের উচ্চতর বিশেষায়িত ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসকরা সব শর্ত পূরণ করা সত্ত্বেও সময় মতো পদোন্নতি না পেয়ে বঞ্চনার শিকার হচ্ছেন।
জানা গেছে, পদের অভাবে স্বাস্থ্য ক্যাডারের অথবা সার্ভিসের পদোন্নতি দীর্ঘ দিন বিলম্বিত হওয়ায় ইতোমধ্যে পাঁচ হাজার ৩৯ জন সহকারী অধ্যাপক, এক হাজার ৬৭৮ জন সহযোগী অধ্যাপক এবং ৮৩০ জন অধ্যাপকসহ মোট পাঁচ হাজার ৫৪৭ জন চিকিৎসকের বেতন স্কেল পরবর্তী ধাপে উন্নীত হয়ে গেছে। ফলে তাদের পদোন্নতি দেয়া হলে সরকারি খাত থেকে অতিরিক্ত কোনো অর্থ ছাড় করতে হবে না। চিকিৎসাশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, বিপুলসংখ্যক রোগীর বিশেষায়িত সেবা প্রদান এবং মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল সেবা নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং মানসিক ও পদোন্নতি বঞ্চনা নিরসনে সুপারনিউমেরারি পদ সৃষ্টি করা প্রয়োজনীয় হয়ে পড়েছে।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু গাজার জনগণের ওপর যে পরিমাণ বোমা ফেলা হয়েছে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের হাসিনার সামরিক উপদেষ্টাসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো ছাড়বে না : মাহমুদ আব্বাস বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন : কারা কর্তৃপক্ষ নারী শিক্ষার্থীদের সুবিধায় ৭ দফা দাবি জবি শিবিরের বেরোবিতে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে দুই কেএনএফ সন্ত্রাসী আটক

সকল