২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী ৪ শতাধিক অভিযোগ

তদন্ত চলছে ২৪১টির
-


জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় চার শতাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতি দিনই ট্রাইব্যুনালে ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের নতুন নতুন অভিযোগ দায়ের হচ্ছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে বিভিন্ন জেলায় জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে ব্যাপক তদন্ত ও সাক্ষী-আলামত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা অভিযোগগুলো বাছাই করে ২৪১টি অভিযোগের তদন্ত চলছে। এসব অভিযোগকারীর মধ্যে আহত ৫০ জন, নিহত ৯২ জনের স্বজনদের পক্ষে, গুম হওয়া ৮০ জন এবং অন্যান্য ১৯ জন। তবে এখনো ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় দায়ের করা একটি অভিযোগের এবং তদন্ত শেষ হয়নি বলে প্রসিকিউশন থেকে জানান গেছে। তদন্ত শেষ না হলেও তদন্ত সংস্থার প্রতিবেদনের আলোকে ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে এবং শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মানবতাবিরোধী অপরাধের মামলার শতাধিক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিচার দ্রুত করতে সরকারের পরিকল্পনা রয়েছে : আইন উপদেষ্টা
তবে সরকার বলছে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার আরো দ্রুত গতিতে করতে সরকারের প্লান রয়েছে। এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ২১ জানুয়ারি বলেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে। পূর্ণ গতিতে বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা সন্তুষ্ট। আমি মনে করি আগামী দু-এক মাসের মধ্যে ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমরা ঘন ঘন ডেট পড়লে আসামিদের যখন আমরা চোখের সামনে দেখতে পারি তখন মনে হয় বিচার হচ্ছে। তিনি আরো বলেন, বিচার যদি আরো দ্রুত গতিতে করতে হয়, আমাদের প্লান আছে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করব। উচ্চ আদালতের বিচারক নিয়োগ হয়ে গেলে আমরা এ কাজ করব। তিনি বলেন, বিচার বিচারের গতিতে চলবে। বিচারের গতি নির্ধারণ করেন বিচারক।
এ দিকে জুলাই-আগস্টের আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ আশুলিয়া, সাভার এবং যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শত শত মানুষ হত্যার ঘটনা নিয়ে ব্যাপক তদন্ত চলছে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
শহীদ আবু সাঈদের ঘটনায় একাধিক মামলা : পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের ঘটনা তদন্তে গত ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুরে তদন্ত সংস্থার সদস্যরা আবেস্তান করেন। এ ছাড়া ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মঈনুল করিম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। শহীদ আবু সাঈদের ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং পরিবারের সাথে কথা বলেন তারা। তবে শহীদ আবু সাঈদের ঘটনায় ১৬ জুলাই রাতে পুলিশ একটি মামলা করে। এ ছাড়া ৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলীও একটি মামলা করেন। একই বিষয়ে দুটি মামলা হওয়ায় বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। তবে দুটি মামলাই যদি ট্রাইব্যুনালে আনা হয় তা হলে বিষয়টি শুরাহা করতে সহজ হবে বলে প্রসিকিউশনের সদস্যরা জানিয়েছেন।

এ দিকে গত ১৩ জানুয়ারি জুলাই-আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১৩ জানুয়ারি এ তথ্য জানান। তিনি বলেছিলেন, আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছেন। আমরা আগেও বলেছি লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা মানবতাবিরোধী অপরাধ, তাই এ অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে তা হলে সেটা প্রপার আবেদন হবে। তিনি আরো বলেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।
ওই দিন অভিযোগ দায়ের করার পর শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছিলেন, আমি ট্রাইব্যুনালে আবু সাঈদের সহযোদ্ধা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এসেছি। কয়েক দিন আগে আমরা শুনেছি জুলাই-আগস্ট অভ্যুত্থানে সব শহীদের হত্যার বিচার সম্পন্ন হবে। আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজখবর নেয়ার জন্য। এত দিন ধরে আমরা শহীদদের হত্যার বিচার পাইনি। আবু সাইদ হত্যা মামলায় এখন পর্যন্ত মাত্র ২-৩ জন আসামিকে ধরা হয়েছে। মামলার কোনো অগ্রগতি নেই। বিচার কার্যক্রমের অগ্রগতি জানতে আমরা ট্রাইব্যুনালে এসেছি। তিনি বলেন, আমরা চিফ প্রসিকিউটর স্যারের সঙ্গে কথা বলে জানতে পারলাম বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে। বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত।
শহীদ মুগ্ধর পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ : বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আলোচিত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের পক্ষ থেকে গত ১৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের পর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, পুলিশের চালানো গুলিতেই শহীদ মুগ্ধর মৃত্যু হয়। তিনি বলেন, মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে একটা বিতর্ক ছিল যে, গুলিটা পুলিশের মধ্য থেকে করা হয়েছে নাকি বাইরের কারো থেকে করানো হয়েছে। অথবা স্নাইপার থেকে করা হয়েছে কি না। তবে আমাদেরকে কাছে যে প্রমাণাদি আছে, তার মাধ্যমে আমরা বলতে পারি পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে। আমরা যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পুলিশের গুলিতেই মুগ্ধের মৃত্যু হয়।
১৮ জুলাই মুগ্ধের হত্যাকাণ্ডের বিষয়ে বড় ভাই দীপ্ত বলেন, মুগ্ধ যেখানে মারা যায় তার ১০ কদম দূরেই হাসপাতাল ছিল। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে স্পটডেড ঘোষণা করেন। সেখানে আমাদের পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে। তখন হাসপাতালে ডাক্তাররা আমাদেরকে বারবার বলছিল লাশ নিয়ে যাওয়ার জন্য। কারণ, পুলিশ আসলে পরবর্তীতে আমরা লাশ নাও পেতে পারি। পরে সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে আমরা দ্রুত বাসায় লাশ নিয়ে যাই। তিনি বলেন, মুগ্ধর লাশ কবরস্থ করার সময় ও আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। লাশ দাফন করার জন্য পুলিশের এনওসি’র প্রয়োজন হয়। এর জন্য আমরা থানায় গিয়েছি। কিন্তু থানা থেকে আমাদেরকে বলে দেয়া হয়েছে, তাদের এখন কলমের একটি দাগ দেয়ার পর্যন্ত অনুমতি নেই।
তিনি বলেন, এই ছয় মাসে হত্যাকাণ্ডে বিষয়ে যতটুকু প্রমাণ বের করা সম্ভব তা আমরা নিজ উদ্যোগেই করেছি। যেহেতু প্রথম দিকে প্রশাসন পুরোপুরি অকার্যকর অবস্থা ছিল, তাই আমরা নিজ উদ্যোগে এই কাজ করেছি। নিজ উদ্যোগে আমাদের সব ধরনের ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক হত্যায় শ্রমিকলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সংস্কারে সমর্থন ইইউ’র প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন ৭ হাজার ৯৬৪ বাংলাদেশী কর্মী ঢাবি আরবি বিভাগের দু’জন শিক্ষকের নিয়োগ কার্যক্রম স্থগিত কেন অবৈধ হবে না : হাইকোর্ট ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু হামাসের কাছে থাকা পণবন্দীদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অশউইৎজের ৮০ বছর পূর্তি : বেঁচে ফেরা ব্যক্তি ও বিশ্বনেতাদের অংশগ্রহণ মার্কিন সেনাবাহিনী থেকে ডিইআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের উইকেটে তাসকিনের ২৫ সমালোচনার পাহাড় নিয়েও টানা তৃতীয় জয় রাজশাহীর কেরানীগঞ্জে সবজির বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

সকল