নাটোরে বেপরোয়া গতি কেড়ে নিল ৩ বন্ধুর প্রাণ
- নয়া দিগন্ত ডেস্ক
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
নাটোরের লালপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তিন বন্ধু । তারা সবাই স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় অন্যান্য স্থানে নিহত হয়েছেন আরো তিনজন।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ওয়ালিয়া-কদিমচিলান সড়কের সেকচিলান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। নিহতরা সবাই সেকচিলান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে ওয়ালিয়া বাজার থেকে বেপরোয়া গতিতে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
লালপুর থানার ওসি নুরুজ্জামান রাজু বলেন, দুর্ঘটনার জন্য মোটরসাইকেল আরোহীরা দায়ী। তারা দ্রুত গতিতে যাচ্ছিলেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলায় মাটিভর্তি ট্রলির চাপায় সোহাগ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রখানা-চিনাবাড়ী সড়কের পাশে থাকাবস্থায় শিশুটিকে মাটিভর্তি একটি ট্রলিচাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা: হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগ ওই এলাকার বাসিন্দা বিপ্লব মিয়ার ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনার রশীদ জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের প্রচেষ্টা চলছে। তিনি আরো জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ফুলপুরে বাসচাপায় মোস্তফা আহামেদ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার স্ত্রী সুমি আক্তার গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের শ্রীপুর গ্রামে। ধোবাউড়া-তারাকান্দা সড়কের উপজেলার বওলা গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, মোস্তফা আহামেদ স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের নানা শ্বশুরের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। বওলা ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোস্তফার মৃত্যু ঘটে। আহত স্ত্রী সুমি আক্তার ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় কবির আহমেদ (৭০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির আহম্মেদ পৌরশহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত বজলুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবির হোসেন কলেজ রোড মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। দ্রুতগামী একটি ট্রাক কবির হোসেনের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চার দিন আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা