আ’লীগ আমলে পাচার হয় ২৬ লাখ কোটি টাকা : ডা: শফিক
- মাগুরা প্রতিনিধি
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে, অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগমপাড়া তৈরি করে। বিগত সাড়ে ১৫ বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
গতকাল বৃহস্পতিবার মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের সাবেক আমির এম বি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, যশোর জেলা সাবেক আমির আবদুল মতিন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড. আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা বদরুদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক সাঈদ আহমেদ, গণ অধিকারের সভাপতি বরকতুল্লাহ, কৃষিবিদ গ্রুপের এমডি ও ঢাকাস্থ মাগুরা ফোরামের পরিচালক ড. আলী আফজাল, সাবেক ছাত্রনেতা ও শ্রমিক নেতা আলমগীর হাসান রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আজমতউল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: আমিন উদ্দিন আশিক প্রমুখ।
ডাক্তার শফিকুর রহমান বলেন, ‘আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে। আমরা বৈষম্যহীন সমাজ গড়ব- এটা আমাদের প্রধান অঙ্গীকার। এ দেশে এমন একটি সরকার দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষের মুখে একটি অদেখা তালা ঝুলিয়ে দিয়েছিল। জনগণ সভ্য ছিল কিন্তু শাসকরা সভ্য ছিল না।
এ জন্য তারা জনগণকে সম্মান করতে পারেনি। ভালোবাসতে পারেনি। জনগণকে দেয়া কথা তারা রাখতে পারেনি। জাতিকে দেয়া একটা ওয়াদা তারা বান্তবায়ন করেনি। তারা ক্ষমতায় এসেছিল তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য।
তারা দেশের জনগণকে কিছুই দিতে পারে নাই। দিয়েছে শুধু ছোপ ছোপ রক্ত এবং কাঁড়ি কাঁড়ি লাশ। দেশের এমন কোনো জায়গা নেই, যেখানে তারা হত্যাকাণ্ড চালায়নি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে।’
তিনি বলেন, ‘২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে যে ধর্ষণ, গুম এবং লুটের সংস্কৃতি ও রাজনীতি শুরু হয়েছিল তার কবর রচনা হবে ইনশাআল্লাহ। আমরা এ শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, শহীদদের বেঁচে থাকা আপনজনদের কথা দিচ্ছি, আহত পঙ্গু ভাইদের কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’
জামায়াত আমির বলেন, ‘মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে জামায়াতে ইসলামীসহ সব ইসলামী দল, দেশপ্রেমিক দল ও মানবিক দলকে সাথে নিয়ে যদি আমরা দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে আপনাদেরকে একটি মানবিক সরকার উপহার দিতে পারব। দল নয়, ধর্ম নয় দেশ আমাদের সবার- এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেয়া হবে। আমরা এমন একটি মানবিক সরকার গড়ে তুলতে চাই যেখানে দুঃশাসন থাকবে না, দুর্নীতি হবে না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা