৬ মাসে বাস্তবায়ন ১৭.৯৭ শতাংশ ৫ বছরের মধ্যে সর্বনিম্নে
- বিশেষ সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০১
পটপরিবর্তনের পরও দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গতি ফিরেনি। বরং গত ৫ বছরের মধ্যে সর্বনিম্নে এই বাস্তবায়ন হার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছ’মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার হলো মাত্র ১৭.৯৭ শতাংশ বা ৫০ হাজার ২ কোটি টাকা মাত্র, যেখানে এডিপির আকার হলো ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। গত সরকারের আমলেও এই হার ২২ শতাংশের বেশি ছিল। আর চলতি সময়ে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়নের গতি মাত্র ১৯.৮২ শতাংশ। ১৭টি মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্প বাস্তবায়ন হার গত ছয় মাসে ১০ শতাংশের নিচে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আগামী ছয় মাসে খরচের টার্গেট ২ লাখ ২৮ হাজার ২৮৬ কোটি টাকা। আইএমইডির প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, প্রকল্পে বরাদ্দকৃত অর্থের ব্যবহার সরকারি অর্থায়ন ও প্রকল্প সাহায্য দুটোই গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম খরচ করতে পেয়েছে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ মিলে। অর্থাৎ বাস্তবায়নের গতিতে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন আসেনি। বরং আরো নিম্নমুখী হয়েছে।
গত ৫ বছরে বাস্তবায়ন হার : গত পাঁচ বছরে প্রথম ছয় মাসে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়ন হার ছিল ২২ দশমিক ৪৮ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ২৩ দশমিক ৫৩ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ২৪ দশমিক ০৬ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে একই সময়ে ২৩ দশমিক ৮৯ শতাংশ। তবে, শুধু চলতি অর্থবছরের গত ডিসেম্বর মাসে খরচ হয়েছে ১৫ হাজার ৭৮৭ কোটি টাকা, যা মোট খরচের ৫ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছর একই সময়ে এটি ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। গত ছয় মাসে জিওবির অর্থ ব্যয় হয়েছে ১৫ দশমিক ৮৪ শতাংশ এবং বিদেশী সহায়তার ১৯ দশমিক ৬১ শতাংশ অর্থ। আগের অর্থবছর একই সময়ে জিওবিতে অর্থ ব্যয় হয়েছে ২২ দশমিক ৪৮ শতাংশ এবং বিদেশী সহায়তার ২০ দশমিক ৩৭ শতাংশ অর্থ।
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১৫ মন্ত্রণালয় : এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয় ও বিভাগের জন্য বরাদ্দ ছিল দুই লাখ ১৩ হাজার ৩০৯ কোটি টাকা বা মোট বরাদ্দের ৭৬ দশমিক ৬৫ শতাংশ। আর খরচ করতে পেয়েছে গত ছয় মাসে ৪২ হাজার ২৭৩ কোটি ২০ লখ টাকা, যা ১৯ দশমিক ৮২ শতাংশ। এদের মধ্যে সর্বোচ্চ ব্যয় করেছে বিদুৎ বিভাগ ৩০ দশমিক ৫৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭.৮৪ শতাংশ সেতু বিভাগ। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ (থোক বরাদ্দসহ) ২৪ দশমিক ৯৪ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১৬ দশমিক ০৪ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৬ দশমিক ৬০ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ১৮ দশমিক ২১ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২৯ দশমিক ৩২ শতাংশ, নৌ-পরিবহন মন্ত্রণালয় সাড়ে ৯ শতাংশ, স্বাস্থ্য সেবা বিভাগ ৪ দশমিক ৯২ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৩ দশমিক ৫২ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ১৯ দশমিক ৫৭ শতাংশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ২১ দশমিক ০৭ শতাংশ, কৃষি মন্ত্রণালয় ২১ দশমিক ০৮ শতাংশ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১৮ দশমিক ১৪ শতাংশ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ৮ দশমিক ৬১ শতাংশ অর্থ ব্যয় করতে পেয়েছে। আর এটাকেই তারা এডিপির বাস্তবায়ন হার হিসেবে দেখিয়ে আসছে।
১০ শতাংশের কম অগ্রগতি ১৭ মন্ত্রণালয়ের : গুরুত্বপূর্ণ প্রকল্প থাকলেও গত ছয় মাসে এসব মন্ত্রণালয় বিভাগের বাস্তবায়নের অগ্রগতি ১০ শতাংশকেও অতিক্রম করতে পারেনি। কেউ কেউ শূন্য অগ্রগতিতেই রয়েছে- নৌ পরিবহন মন্ত্রণালয়, সেতু বিভাগ, স্বাস্থ্য সেবা, প্রধান উপদেষ্টার কার্যালয়, কারিগরি ও মাদরাসা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা