ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো সেনাকর্মকর্তা নির্জনের পরিবার পেল ফ্ল্যাট
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০০
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পূর্বাচল জলসিঁড়ি আবাসনের চাবিটি সোমবার হস্তান্তর করা হয় বলে সেনাবাহিনীর ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
এতে বলা হয়, কক্সবাজারের চকরিয়ায় গত ২৪ সেপ্টেম্বর ডাকাতি মোকাবেলায় যৌথবাহিনীর অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের আঘাতে নিহত হন এই সেনাকর্মকর্তা।
“মাতৃভূমির জন্য দায়িত্ব পালনে তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।”
নির্জন নিহতের পর আইএসপিআর জানিয়েছিল, ঘটনার রাতে চকরিয়ার পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান।
অভিযানের সময় সাত-আট সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে অনেক রক্তক্ষরণ শুরু হয়।
তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা