০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ট্রাইব্যুনালে আবু সাঈদের পরিবারের অভিযোগ দায়ের

-

জুলাই-আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। গতকাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তাজুল ইসলাম বলেন, আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছেন। আমরা আগেও বলেছি লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা মানবতাবিরোধী অপরাধ, তাই এ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এলে সেটা প্রপার আবেদন হবে।
তিনি আরো বলেন, আবু সাঈদের পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছেন। আজকে (১৩ জানুয়ারি) তারা সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিচ্ছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। অভিযোগ দিতে আবু সাঈদের বড় ভাই রমজান ও তার সাথে ঘটনার সময় যেসব সহযোদ্ধারা ছিলেন তারা এসেছেন। তারা ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

বড় ভাই রমজান আলী বলেন, আমি ট্রাইব্যুনালে আবু সাঈদের সহযোদ্ধা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থীদের সাথে এসেছি। কয়েক দিন আগে আমরা শুনেছি জুলাই-আগস্ট অভ্যুত্থানে সব শহীদের হত্যার বিচার সম্পূর্ণ হবে। আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজখবর নেয়ার জন্য। এতদিন ধরে আমরা শহীদদের হত্যার বিচার পাইনি। আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত মাত্র ২-৩ জন আসামিকে ধরা হয়েছে, মামলার কোনো অগ্রগতি নেই। বিচার কার্যক্রমের অগ্রগতি জানতে আমরা ট্রাইব্যুনালে এসেছি।
তিনি বলেন, আমরা চিফ প্রসিকিউটরের সাথে কথা বলে জানতে পারলাম বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে। বিচারকার্যক্রম হবে ইনশা আল্লাহ খুব দ্রুত। তিনি আমাদের আশ্বস্ত করেছেন শুধু আবু সাঈদের হত্যা না, জুলাই-আগস্ট অভ্যুত্থানে সব হত্যার বিচার করা হবে ইনশা আল্লাহ।
বেরোবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ড দেশবাসীসহ সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। এ হত্যাকাণ্ডের ৫ মাস পেরিয়ে গেলেও এই মামলার এজাহারভুক্ত আসামিরা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। আমরা এতে অত্যন্ত ক্ষুব্ধ। কেন তারা গ্রেফতারের আওতায় আসতেছে না। আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন এবং এ বিষয়ে করণীয় কি জানতে এবং আলোচনা করতে আমরা আজ ট্রাইব্যুনালে এসেছি। আমরা আশাবাদী আগামীতে আবু সাঈদ হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার ও বিচারের আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement