তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুনে পুড়ল ট্রাক ও ১২ ওয়ার্কশপ
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০, আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০০:১২
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কয়েকটি গাড়ি মেরামত কারখানা এবং পাঁচটি যানবাহন পুড়ে গেছে। গতকাল সকাল ৮টার দিকে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে তাদের দু’টি ইউনিট এবং পরে আরো একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এর মধ্যেই ট্রাকস্ট্যান্ডের ১২টি ওয়ার্কশপ, এ ছাড়া দু’টি গাড়ির সামনের অংশ এবং তিনটি গাড়ির পেছনের অংশ আগুনে পুড়ে যায়।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
আমরা দেখেছি সেখানে ইলেকট্রিক তার পুড়ে গলে গেছে। এ কারণে শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। একটা কাঁচাঘর থেকে আগুন লেগেছে। এখানকার ঘরগুলো নানা দাহ্যবস্তু দিয়ে ভরপুর। একটার সঙ্গে আরেকটা ঘর লাগানো থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
এদিকে আগুনে পুড়ে যাওয়া রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জামায়াত নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা ছুটে গিয়ে উদ্বার কাজে সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, কর্মপরিষদ সদস্য আব্দুল হক, আলী আকবর হোসেন, ট্রাকস্ট্যান্ড শ্রমিক-মালিক সমিতির সভাপতি হাজি তোফাজ্জল হোসেন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা