১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই : অধ্যাপক মুজিব

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চায়। ৫ আগস্টের পরের সরকারকে সফল করতে হলে ঐক্যকে ধরে রাখতে হবে। আর ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলন অব্যাহত রাখতে হবে। এত দিন বিভিন্ন জায়গায় আমরা ঐক্য করেছি। এখন শুধু ইসলাম কায়েমের জন্য ঐক্য গড়ে তুলতে চায়। যারা ইসলাম কায়েম করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। এভাবে আন্দোলন এগিয়ে নিয়ে গেলে দেশে এক দিন ইসলামী শাসন কায়েম হবে ইনশা আল্লাহ।
গতকাল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি শামসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান প্রমুখ।
ঢাকা মহানগরী উত্তর : ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের বিদায় এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে; তাই এ সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ ও অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের শহীদ মুগ্ধ মঞ্চে উত্তরা পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানুষ হাসিনা সরকারের জুলুম ভুলবে না : অধ্যাপক নিয়াকত আলী
ফেনী অফিস জানায়, দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম নির্যাতনের কথা মনে রাখবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, মজলুমের ফরিয়াদ আল্লাহ কবুল করেন। এই জুলুমবাজ সরকার দেশ থেকে পালিয়ে যাবে সেই বিশ্বাস মনেপ্রাণে রেখে অনেক অত্যাচার সহ্য করে কাজ করেছি। তিনি বলেন, আওয়ামী লীগ আগামী শত শত বছরেও বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে পারবে না এবং প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। কারণ আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাস ও লুটপাটের ইতিহাস।
ছনুয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইমরান। ইউনিয়ন সেক্রেটারি আমির হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহীম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান, সেক্রেটারি শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ টিপু।


আরো সংবাদ



premium cement