১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

মোদি এখন বলছেন আমিও মানুষ ঈশ্বর নই

-

নির্বাচনের আগে নিজেকে ঈশ্বরের অংশ দাবি করলেও সেখান থেকে সরে এসে এখন নিজেকে সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এখন বলছেন, ‘আমি সাধারণ মানুষ। কোনো দেবতা নই।’
এর আগে তিনি বলেছিলেন, তার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়। তার শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত। ঈশ্বরের অংশ আছে তার মধ্যে। তখন তার এ বক্তব্য নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল।
সম্প্রতি শিল্পপতি জেরোধার অন্যতম কর্ণধার নিখিল কামাথের পডকাস্টে অংশ নিয়ে মোদি এসব কথা বলেন। ওই পডকাস্টের কিছু অংশ প্রকাশ্যে এসেছে।
পডকাস্টেই কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে, ‘আমিও সাধারণ মানুষ। কোনো দেবতা নই।’
মোদি বলেন, ‘মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা ভাষণে অযাচিত মন্তব্য করেছিলাম। কিন্তু ভুল তো আমারও হয়। আমিও মানুষ।’ তবে ঠিক কী প্রসঙ্গে প্রধানমন্ত্রী ওই কথা বলেছেন, সেটা স্পষ্ট নয়।
তবে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অনেকে লোকসভা ভোটের আগে তার করা মন্তব্যের সাথে জুড়ে দিচ্ছেন। ওই সময় প্রধানমন্ত্রী ঘুরিয়ে দাবি করেছিলেন, তিনি পরমেশ্বরের কৃপাধন্য। এমনকি তার জন্মও আর পাঁচটা সাধারণ মানুষের মতো জৈবিক প্রক্রিয়ায় হয়নি।
লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হতো, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গেছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।’


আরো সংবাদ



premium cement