১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

শহীদ আলী হোসেনের স্ত্রীর জীবন চলে সেলাই করে

-

জুলাই বিপ্লবে অনেকের মতো পোশাক শ্রমিক আলী হোসেনও যোগ দিয়েছিলেন ছাত্র-জনতার মিছিলে। ১৯ জুলাই ২০২৪ আলী হোসেন পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের গুলিতে শহীদ আলী হোসেন ঢাকার কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় স্ত্রী রত্না আক্তারসহ দুই পুত্র সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। আলী হোসেনের মৃত্যুতে নিরুপায় রত্না আক্তারের জীবন চলে এখন সেলাই মেশিন চালিয়ে। প্রথম দিকে অনেকে খেঁাজখবর নিলেও এখন আর তাদের কেউ খেঁাজখবর রাখছেন না। দুই সন্তানের জন্ম নিবন্ধন জটিলতার কারণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত পাঁচ লাখ টাকাও তিনি পাননি। ইতোমধ্যে অর্থের অভাবে তার বড় সন্তান সিয়াম হোসেন রাতুলের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। ছোট ছেলে আবু বক্কর সিদ্দিক হোসেন সাইমকে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি করা হলেও অর্থের অভাবে মাদরাসায় অনিয়মিত। দুই সন্তানের জীবন এবং নিজের জীবন-জীবিকা, ঘর ভাড়া পরিশোধের জন্য বাধ্য হয়ে তিনি সেলাই মেশিন হাতে নিয়েছেন। সেলাই কাজ করে যে টাকা পান তা দিয়ে কোনো মতে তিনজনের সংসার চলছে।
আলী হোসেন একজন পোশাক শ্রমিক। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চাকরি করতেন সাদাকালো নামক একটি তৈরী পোশাক উৎপাদন শোরুমে। বেতন পেতেন মাসে ১৬ হাজার টাকা। মাসিক ঘর ভাড়া ৪৫০০ টাকা পরিশোধ সাপেক্ষে বাকি টাকা দিয়ে চারজনের সংসার ভালোই চলছিল তাদের।
গত ১৯ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় নিউমার্কেটের ১ নং গেট পুলিশ ফাঁড়ির সামনে পুলিশের গুলিতে আলী হোসেন নিহত হন। আলী হোসেন সে দিন নিউ মার্কেট এলাকার আন্দোলনের অবস্থা বেগতিক দেখে বিকেলে দোকান বন্ধ করে নিউমার্কেটস্থ মালিকের বাসায় দোকানের চাবি দিয়ে আসার পথে গুলিবিদ্ধ হন। ছাত্র-জনতা ও পথযাত্রীরা আলী হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। ঐ দিন মাগরিবের নামাজ আদায়ের সময় আলী হোসেনের স্ত্রী রত্না আক্তার মোবাইল ফোনের মাধ্যমে তার স্বামীর গুলিবিদ্ধ হওয়ার খবর পান। পরে রত্না আক্তার ঢাকা মেডিক্যাল হাসপাতালে লাল শার্ট কালো প্যান্ট পরিহিত স্বামীর রক্তাক্ত দেহ শনাক্ত করেন। ৪ দিন হাসপাতালে পড়ে থাকা গুলিবিদ্ধ আলী হোসেন বিনা চিকিৎসায় মারা যান। পরে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়।
জুলাই বিপ্লবে শহীদ হওয়া আলী হোসেনের স্ত্রী রত্না আক্তার জানান, ২০০৯ সালে আলী হোসেনের সাথে তিনি বিয়েবন্ধনে আবদ্ধ হন। আলী হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায় এবং স্ত্রী রত্নার বাড়ি শরীয়তপুরের জাজিরা থানায়। বিয়ের পর থেকে তারা ঢাকার কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় ভাড়ায় থাকেন। ২০০২ সালে আলী হোসেনের বাবা অর্থাৎ রত্না আক্তারের শ্বশুর মারা যান। তাদের সংসারে পুরুষ বলতে আর কেউ না থাকায় তারা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। যে বাসায় তার স্বামীকে নিয়ে ভাড়ায় থাকতেন মাসিক ভাড়া ছিল সাড়ে চার হাজার টাকা। স্বামীর মৃত্যুতে বাড়িওয়ালা ৫০০ টাকা কমিয়ে এখন মাসিক ভাড়া চার হাজার টাকা নিচ্ছে। বর্তমানে রত্না আক্তার একটি গার্মেন্টসের ওড়না সেলাইয়ের মাধ্যমে যা পেয়ে থাকেন তাই নিয়ে সংসার চালাচ্ছেন। তিনি বলেন, তার বড় ছেলে মানসিকভাবে অসুস্থ। তাকে কামরাঙ্গীরচরের হাফিজ হুজুরের মাদরাসায় ভর্তি করা হয়েছিল। মাদরাসায় নাজরানা শেষ করে হেফজি শুরু করছে। এর মধ্যে তার স্বামী আলী হোসেন মারা যাওয়ায় টাকার অভাবে ছেলেকে আর মাদরাসায় পড়াতে পারছেন না। অন্য দিকে ছোট ছেলে আবু বক্কর সিদ্দিক হোসেন সাঈমকে কামরাঙ্গীরচরের নবীনগর মাদরাসায় শিশু শ্রেণীতে ভর্তি করেছেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কোনো অনুদান পেয়েছেন কি না জানতে চাইলে রত্না আক্তার জানান, তারা এখনো কোনো অনুদান পাননি। না পাওয়ার কারণ হিসেবে বলেন, তার শ্বশুর মারা গেছে ২০০২ সালে। তার জন্ম সনদ বা ভোটার আইডি আমাদের কাছে নেই। শাশুড়ির এনআইডি ও বড় ছেলের জন্মনিবন্ধন হাতে পেয়েছি। ছোট ছেলের জন্ম নিবন্ধন এখনো পাইনি। তাই এসব কাগজপত্র না থাকার কারণে এখনো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কোনো অনুদান পাওয়া যায়নি। তবে সব কাগজপত্র জমা দেয়ার পরে অনুদানের টাকা পাওয়া যাবে বলে আমাদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আশ্বস্ত করেছেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও নাহিদ ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, কিছু পেপার্স জটিলতা থাকার কারণে এখনো অনেকের হাতে অনুদানের চেক আমরা দিতে পারেনি। তবে কাজ চলছে। যারা পায়নি তারা দ্রুত পেয়ে যাবেন।


আরো সংবাদ



premium cement
এবার মোদি বললেন, ‘আমিও মানুষ, ঈশ্বর নই’ আটক সাবেক ওসির থানা থেকে পলায়ন, বর্তমান ওসি প্রত্যাহার নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিক্রির সময় কিশোর আটক, অস্ত্র উদ্ধার চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলায় গ্রেফতার ২ বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে : সেলিম উদ্দিন ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব গাজায় ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল গাজায় নিহত প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি : ল্যানচেট টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩ হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

সকল