০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

জুলাই গণ—অভ্যুত্থান অধিদফতর গঠিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে : নাহিদ ইসলাম

-

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ—অভ্যুত্থান অধিদফতর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, শহীদ পরিবার ও আহতদের এই অধিদফতরের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মধ্যে ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেয়া হবে না।
সোমবার রেল মন্ত্রণালয়ের তিন উপদেষ্টার সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান নাহিদ ইসলাম।
তথ্য উপদেষ্টা জানান, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থসহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থসহায়তা দেয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেয়া হবে।
আগের ঘোষণা অনুযায়ী, ৩০ লাখ টাকা পাবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে ১০ লাখ টাকা এফডিআর। আহতদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দেয়া হবে। প্রতি মাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবেন।

 


আরো সংবাদ



premium cement