০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`
সেমিনারে বক্তারা

ইসলামী সভ্য সমাজ গঠনে প্রয়োজন জ্ঞান ও ঐক্য

রাজধানীতে ইরান সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত সেমিনারে অতিথিরা : নয়া দিগন্ত -

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিককেন্দ্র আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, ইসলামের দৃষ্টিতে একটি সভ্য সমাজ তখনই গড়ে উঠবে যখন অভ্যন্তরীণ কলহ-বিবাদ-ভেদাভেদ থাকবে না। এজন্য ঐক্য সবার আগে প্রয়োজন আর তার সাথে থাকতে হবে জ্ঞান।
গতকাল রাজধানীর ফার্স হোটেলের রিক্রিয়েশন লাউঞ্জে ‘নয়া ইসলামী সভ্যতা বিনির্মাণের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ইরানের ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব আহলুল বাইতের মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক আবদুস সালাম খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভিসি অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ইরানের রিলিজিয়ন্স ও ডেনোমিনেশনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী মুসাভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিকরকেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেযা মীরমোহাম্মাদী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সব যুগের যে জিজ্ঞাসা, চাহিদা ও প্রয়োজন তা মেটানোর সক্ষমতা ইসলামী সভ্যতার আছে। সভ্য সমাজ গড়তে সবার আগে মানবমর্যাদা নিশ্চিত করতে হবে। তাকওয়া সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। বক্তারা আরো বলেন, যারা জ্ঞানী, সচেতন এবং জাগ্রত তারাই উন্নত জাতি। সভ্য সমাজে জীবনের ভিত্তি হবে ঈমান ও বিশ্বাস। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা করতে হবে এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। শুধু বস্তু-জাগতিক বিষয় নয় আধ্যাত্মিক দিকের প্রতিও দৃষ্টি দিতে হবে।
বক্তারা বলেন, সমাজের প্রত্যেককে দায়িত্বপরায়ণ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াই করতে হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না। নিজে যেমন জুলুম করা যাবে না, অন্যকেও জুলুম করতে দেয়া যাবে না। ভারসাম্যপূর্ণ সমাজ গড়তে হবে। আখলাকের ওপর গুরুত্ব দিতে হবে। ইহকালীন জীবনের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না, পরকালীন চিন্তা থাকতে হবে। পাশাপাশি সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে।

সিরাজগঞ্জে ইরানের রাষ্ট্রদূতের সাথে চেম্বার নেতাদের মতবিনিময়
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ সফর করলেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। সফরকালে তিনি সিরাজগঞ্জ চেম্বার নেতাদের সাথে ইরান বাংলাদেশ যৌথ ব্যবসা বাণিজ্য সম্পর্কিত মতবিনিময় করেন।
শনিবার সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।
ছাইদুর রহমান বাচ্চু তার স্বাগত বক্তব্যে সিরাজগঞ্জের শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং দুই দেশের পণ্য আমদানি রফতানির বিভিন্ন বিষয় তুলে ধরেন। সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্প পার্কের সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানানোর পাশাপাশি জেলার দুগ্ধজাত পণ্য, তাঁত, কম্বল শিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতির মাছের বিষয়ে উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে ইরানী রাষ্ট্রদূত মানসুর চাভোশি সিরাজগঞ্জের দুগ্ধপণ্য,তাঁতের তৈরি পণ্যসহ বিভিন্ন শিল্প বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেই সাথে তিনি সিরাজগঞ্জে যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনাতে সাড়া দিয়ে সিরাজগঞ্জ চেম্বারের নেতাদেরকে ইরানে গিয়ে বাণিজ্যি আলোচনা করার আমন্ত্রণ জানান। এ সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী জারা চাভোশিসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা এবং সিরাজগঞ্জের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement