তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।
গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।
আইনজীবীরা জানান, ২০০৭ সালের ৮ মার্চ এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন আজম আহমেদ। ২০০৭ সালের ২৭ মার্চ এক কোটি ৩২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গুলশান থানায় দ্বিতীয় মামলা করেন রেজা কনস্ট্রাকশনের এমডি আফতাব উদ্দিন।
২০০৭ সালের ১ এপ্রিল ৫৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ধানমন্ডি থানায় তৃতীয় মামলাটি করেন মীর জহির হোসেন। এ ছাড়া প্রজেক্ট কো অর্ডিনেটর এসি এল আরসি-এর লভ্যাংশ দাবির পরিপ্রেক্ষিতে আবু শাহেদ নামের এক ব্যক্তি গুলশান থানায় ২০০৭ সালের ৪ মে একটি মামলা করেন।
এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ওয়ান ইলেভেনের সরকারের সময় এসব মিথ্যা মামলা করা হয়েছিল। এসব মামলার এফআইআরে তারেক রহমানের নাম ছিল না। মামলা করার মতো উপাদানও ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে তারেক রহমানের আবেদনে মামলাগুলো স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এরপর উভয় পক্ষে শুনানি শেষে আদালত মামলাগুলো বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছে। তাদের আপিল করার অধিকার রয়েছে। আমরাও আপিল বিভাগে আমাদের যুক্তি তুলে ধরব। আশাকরি ন্যায় বিচার পাবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা