শিশু ম্যামথের দেহাবশেষ!
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১১
সাইবেরিয়ার পূর্বাঞ্চলে পারমাফ্রস্টে নিখুঁতভাবে ৫০ হাজার বছর ধরে সংরক্ষিত একটি শিশু ম্যামথের (শীত ও বরফ ঢাকা অঞ্চলের লোমষ হাতী) দেহাবশেষ আবিষ্কার করেছেন বিজ্ঞানীদের একটি দল। রাশিয়ার ওই অঞ্চলের আবিষ্কারের মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বশেষ।
পৃথিবীর নানা অঞ্চলে ছোট-বড় গর্ত বা গহ্বর রয়েছে, যেগুলোর বৈজ্ঞানিক নাম ‘পারমাফ্রস্ট’। পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরের ‘নর্থ-ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটি বা এনইএফইউ’-এর ‘লাজারেভ ম্যামথ মিউজিয়াম ল্যাবরেটরি’র রেক্টর আনাতোলি নিকোলায়েভ বলেছেন, এ ম্যামথটি গবেষণার এক অনন্য আবিষ্কার, যেখানে এর এমন ব্যতিক্রমী সংরক্ষণে অবাক হয়েছেন বিজ্ঞানীরা। কারণ মৃতদেহটির মাথা, শুড়, কান ও মুখের অংশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
‘লাজারেভ ম্যামথ মিউজিয়াম ল্যাবরেটরি’র প্রধান ম্যাক্সিম চেরপাসভ বলেছেন, ১১০ কেজি ওজনের এই মৃতদেহটিকে তুলে আনা হয়েছে এক উন্নত স্ট্রেচারে করে। তিনি জানান, ‘মৃত্যুর সময় ম্যামথটির বয়স ছিল সম্ভবত এক বছরের একটু বেশি। তবে পরীক্ষার মাধ্যমে এর বয়স সম্পর্কে আরো সঠিকভাবে জানতে পারবেন বিজ্ঞানীরা। দেহাবশেষটির মাথা ও মেরুদণ্ডের অংশ এখনো টিকে থাকার বিষয়টি অস্বাভাবিক।”
গত মাসে ‘সাখা বা ইয়াকুতিয়া নামে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলের এই একই স্থান থেকে ৩২ হাজার বছরের পুরনো একটি ছোট আকারের স্যাবর-দাঁতওয়ালা বিড়াল শাবকের দেহাবশেষ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এ বছরের শুরুর দিকে ৪৪ হাজার বছরের পুরনো একটি নেকড়ের মৃতদেহও আবিষ্কৃত হয়েছে ওই অঞ্চলে। বিবিসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা