০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

আর্থিক খাতে অর্জনের সাথে ব্যর্থতার কথাও স্বীকার করলেন গভর্নর

-

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ আর্থিক খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে অনেক ঘাটতি রয়েছে, যা পুঙ্খানুপুঙ্খভাবে আত্মমূল্যায়ন প্রয়োজন।
তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাত অনেক এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অন্য দিকে এটাও বলতে হবে যে, আমাদের অর্জন সত্ত্বেও ব্যাংকিং খাত কতদূর এগিয়ে যেতে পারত বা পুরো আর্থিক খাত কতদূর এগোতে পারত, সে ক্ষেত্রে অনেক ব্যর্থতাও রয়েছে।’
রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ খাতের ব্যর্থতার জন্য কোনো একক গোষ্ঠী বা কর্তৃপক্ষ দায়ী নয়। তিনি বলেন, ‘আমরা সবাই হয়তো এটা (এই আর্থিক খাত) নিয়ে নিজ নিজ অবস্থান থেকে ভিন্নভাবে কাজ করেছি। আমরা সবাই হয়তো সততার সাথে কাজ করেছি। হয়তো বিচ্যুতি ঘটেছে বা হয়নি। আমাদের এই আত্মবিশ্লেষণ করতে হবে।’

ড. মনসুর বলেন, এসএমইর মতো কিছু অপ্রচলিত খাত এবং জলবায়ু অর্থায়ন ও সবুজ অর্থায়নের মতো নতুন খাতে অর্থায়নে ব্যাংকগুলো তেমন আগ্রহী নয়। ‘অনেক খাতের জন্য টাকা দেয়া হয়েছে কিন্তু সেই টাকা হস্তান্তর হচ্ছে না। যারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা এসব খাত নিয়ে খুব একটা উৎসাহী নন বা ঝুঁকি নিতে রাজি নন। এখানে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’ অপ্রচলিত ও নতুন খাতে অর্থায়নে আর্থিক প্রতিষ্ঠানগুলো জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মনসুর জলবায়ু অর্থায়ন, সবুজ অর্থায়ন, আর্থিক খাতের উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মতো ব্যাংকিং খাতের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে বিআইবিএমের প্রতি আহ্বান জানান।
ব্যাংকিং খাতের উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, বিআইবিএম এ খাতে মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আর্থিক খাতের উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাড়া সম্ভব নয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক অঙ্গনে এর নাম ও খ্যাতি ছড়িয়ে দেয়ার দিকে মনোযোগ দিতে বিআইবিএমের প্রতি আহ্বান জানান।
বিআইবিএমের মহাপরিচালক ড. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাসরুর আরেফিন, আয়োজক কমিটির সভাপতি ড. শাহ মো: আহসান হাবিব এবং সদস্য সচিব ড. মো. তাজুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক অভয়নগরে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার দেড় যুগ পর বাংলাদেশের ফুটবলে এক ম্যাচে একজনেরই ৬ গোল ব্রহ্মপুত্রের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্পের ঘোষণা চীনের, প্রতিবাদ ভারতের গফরগাঁওয়ে ঘোড়ার চড়ে স্কুল শিক্ষকের বিদায় মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করাই পুলিশের কাজ : সিটিটিসি প্রধান সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো নির্বাচনের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্র হতে পারে : গোলাম পরওয়ার ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার ‘শেখ হাসিনা দেশের ক্ষতি ছাড়া কিছুই দিতে পারেনি’

সকল