২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সূর্যের কাছাকাছি পার্কার সোলার

-


নাসার পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের নিকটতম সংস্পর্শে পৌঁছে নিরাপদে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা। গত ২৪ ডিসেম্বর মহাকাশযানটি ৩.৮ মিলিয়ন মাইল (৬.১ মিলিয়ন কিলোমিটার) দূরত্ব অতিক্রম করে সূর্যের বহিরাবরণ করোনায় প্রবেশ করে। এ অভিযানের মূল লক্ষ্য পৃথিবীর নিকটতম তারকা সূর্য সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করা।
নাসা জানিয়েছে, ম্যারিল্যান্ডের জনস হপকিনস ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির অপারেশন টিম বৃহস্পতিবার রাতে মহাকাশযান থেকে প্রাপ্ত সঙ্কেত গ্রহণ করে। ১ জানুয়ারি মহাকাশযানটি তার বিস্তারিত টেলিমেট্রি ডেটা পাঠাবে বলে আশা করা হচ্ছে। পার্কার সোলার প্রোব প্রায় ৪,৩০,০০০ মাইল প্রতি ঘণ্টা (৬,৯২,০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা) গতিতে চলতে সক্ষম এবং সূর্যের তীব্র তাপমাত্রা ৯৮২ ডিগ্রি সেলসিয়াস (১,৮০০ ডিগ্রি ফারেনহাইট) সহ্য করতে সক্ষম হয়েছে। নাসা এক বিবৃতিতে জানায়, সূর্যের এত কাছাকাছি থেকে নেয়া পর্যবেক্ষণ আমাদের বিজ্ঞানীদের সাহায্য করছে এ অঞ্চলের উপাদান কিভাবে মিলিয়ন ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত হয় তা বুঝতে, সৌর বায়ুর উৎস নির্ধারণ করতে এবং শক্তিশালী কণাগুলো কিভাবে আলোর কাছাকাছি গতিতে ত্বরান্বিত হয় তা আবিষ্কার করতে। ২০১৮ সালে উৎক্ষেপণ করা পার্কার সোলার প্রোব ধীরে ধীরে সূর্যের আরো কাছে পৌঁছানোর জন্য ভেনাসের মহাকর্ষীয় শক্তি ব্যবহার করে কক্ষপথ সঙ্কুচিত করেছে।
এই মিশন সূর্যের গঠন, কার্যকলাপ ও এর পৃথিবীর ওপর প্রভাব সম্পর্কে নতুন তথ্য সংগ্রহের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এটি মানব ইতিহাসে সূর্যের এত কাছাকাছি যাওয়া প্রথম কোনো মহাকাশযানের অভিযান। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement