২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

রাস্তায় ৬ ঘণ্টা পড়ে ছিল লাশ
-

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এবং বগুড়ার দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোহিতপুরের দুর্ঘটনায় নিহত যুবকের লাশ ছয় ঘণ্টা সড়কের পাশে পড়ে ছিল।
ঢাকা জেলা প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুরে বাস ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে সোহাগ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মৃত্যুর পর ছয় ঘণ্টা লাশ পড়েছিল সড়কের পাশে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি বাড়ি থেকে তার ঢাকার কর্মস্থলে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরীর দিক থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপর দিকে নবকলি পরিবহনের বাসটি গুলিস্তান থেকে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি রোহিতপুর ব্রিজ পার হয়ে কেয়ার কর্নারের সামনে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে সে রাস্তার পাশে পড়ে যায় এবং বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ দিকে সকালে মৃত্যু হলেও বেলা ১টা পর্যন্ত লাশ পড়ে ছিল রাস্তার পাশে। অন্তঃসত্ত্বা স্ত্রী, মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল এলাকার পরিবেশ।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গরুর রাখাল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)। গতকাল সকালে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের অদূরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, সকাল ৭টার সময় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লøী বিদ্যুৎ অফিসের সামনে বগুড়া অভিমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল