সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি
- নিজস্ব প্রতিবেদক
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল মঙ্গলবার ১ ঘণ্টার কলম বিরতি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারা দেশে ২৫ ক্যাডার নিয়ন্ত্রিত সব দফতরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।
১৭ ডিসেম্বর এক অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ করা হবে। এর পরেই প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার কর্মকর্তা এ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছেন।
প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫ ক্যাডারের জোট ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ বলছে, তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এই সংগঠন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব অফিসে নিজ নিজ কর্মস্থলের সামনে মানববন্ধন এবং ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ। ওই সমাবেশ থেকে পরবর্তীতে বড় কর্মসূচির ঘোষণা আসবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা