তিন স্থানে নিহত ৩ জন
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৩
বরিশালের আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছেন। সাভার ঢাকা আরিচা মহাসড়কে এক ছাত্র নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের শ্রীনগরে নিহত হয়েছেন একজন এবং ১২ জন আহত হয়েছেন।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল জলিল দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা গেছে, কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল জলিল (৫৫) কাউখালী থেকে তার ছেলের সাথে মোটরসাইকেলে কুয়াকাটা যাওয়ার পথে বরিশাল কুয়াকাটা সড়কের আমতলী নামক স্থানে বিপরীত দিকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে আব্দুল জলিল গুরুতর আহত হন এলাকাবাসী তাকে উদ্ধার করে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় তার সাথে থাকা তার ছেলে কলেজছাত্র শাহরিয়া নাফিস আহত হন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার (৩০) ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছে। এর প্রতিবাদে বাসের চালক ও হেলপারের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিমুলতলা সিআরপি গেটে ঢাকা-আরিচা মহাসড়কের ৪টি লেনই অবরোধ করে বন্ধ করে দিলে ব্যস্ততম মহাসড়ক এ সময় হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত দূরপাল্লার ও স্থানীয় সব যানবাহন দীর্ঘযানজটের কবলে পড়ে আটকে যায়। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এলে তাদের সব দাবি মেনে নেয়ার কথা বললে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল বেলা ১টার পর স্বাভাবিক হয়।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের চালতিপাড়া, নিমতলা, হাঁসাড়া ও ষোলঘরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে প্রায় ১ ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ অন্যান্য মোট ১১টি গাড়ি একটি অপরটির সাথে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মো: ফরহাদ (৪০)। সে ফরিদপুরের চরদোয়ার গ্রামের নুরু মুন্সীর ছেলে। আহতরা হলেন- ভোলার রশিদ (৫৫), চরফ্যাশনের ইকরাম (৩৫), ভাঙ্গার তালেব (৪০), পটুয়াখালীর নুরু (৫০), বরগুনার আলতাফ (৪১), ঝালকাঠির একলাছ (৫৫), মেহেন্দিগঞ্জের শংকর (৪৫), বানারীপাড়ার নিখিল (৪০), বাবুগঞ্জের সবেত (৫০), উজিরপুরের শিতুল (৩৫), পিরোজপুরের মুহিত (৩৭) ও নোয়াখালীর জাকির (৩২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: ক্যামেলিয়া সরকার জানান, ফরহাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। জাকিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা