২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগামী বছর দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর মানবসম্পদ বিভাগের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত -


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে। এ জন্য ২০২৫ সাল বাংলাদেশের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। জামায়াতের জন্যও এটি টার্নিং পয়েন্ট। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন যে বাংলাদেশ, নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি; আমরা যদি এর শুকরিয়া আদায় না করি, জনগণের সেবা করার যে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সেটা যদি কাজে না লাগাই, তাহলে আল্লাহর দেয়া সুযোগের অপব্যবহার করা হবে। এমনকি রাজনীতির জন্য আবারো প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এ জন্য এখনই আমাদের সতর্ক হতে হবে। জামায়াতের প্রতিটি কর্মীকে জনগনের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

গতকাল রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের মানবসম্পদ বিভাগের উদ্যোগে সমাজকল্যাণবিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনারদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে ও আব্দুস সাদেক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত প্রমুখ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের প্রধান কাজ দেশে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমরা সাংগঠনিকভাবে সে কাজ করছি। পাশাপাশি মানবতার সেবা আমাদের অন্যতম কাজ। হজরত মুহাম্মদ সা: নবুওয়াত লাভের আগেই মানুষের সেবা করতেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন। এ জন্য আমাদেরও বেশি বেশি মানবতার সেবায় নিয়োজিত হতে হবে। নেক কাজে প্রতিযোগিতা করতে হবে।
সভাপতির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, সেবা হলো সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। মহানবী হজরত মুহাম্মদ সা: আগে মানুষের সেবা করেছেন, এরপর দ্বীনের প্রচার করেছেন। এ জন্য এ শক্তিশালী হাতিয়ার আমাদের কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের জনগণ একটি ফ্যাসিবাদমুক্ত সরকার, বৈষম্যহীন সমাজের প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী এ ক্ষেত্রে তাদের প্রত্যাশার জায়গায় রয়েছে। আমাদেরকে সেবার মাধ্যমে জনগনের সে প্রত্যাশা পূরণ করতে হবে।

জামায়াত দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে শেষ রক্ষা হয়নি। এ থেকে ভবিষ্যৎ ফ্যাসিবাদীদের জন্য শিক্ষা রয়েছে। জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার কল্যাণে ভূমিকা পালন করে আসছে। যে কোনো দুর্যোগে জামায়াত সাধ্যের সবটুকু উজাড় করে জাতির পাশে দাঁড়িয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের প্রতি জাতির আগ্রহ তৈরি হয়েছে। জনগণের সেই ভালোবাসাকে কাজে লাগাতে জাতির প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি গত শুক্রবার সকালে সিলেট মহানগরীর জালালাবাদ ও বিমাবন্দর থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ থানা আমির কারি মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও বিমানবন্দর থানা আমির শফিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও মহানগর জামায়াত নেতা মুফতি আলী হায়দার।
উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবীব, বিমানবন্দর থানা সেক্রেটারি ফরিদ আহমদ, বিমানবন্দর থানা নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ, জালালাবাদ থানা সহকারী সেক্রেটারি আশফাক আহমদ চৌধুরী ও উবায়দুল হক শাহীন প্রমুখ।

জাতীয় ঐক্য অটুট রাখার বিকল্প নেই : শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না। দল-ধর্মের ব্যবধান না করে দেশ ও জাতির বিরুদ্ধে পরিচালিত দেশী ও বিদেশী ষড়যন্ত্র মোবাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার বিকল্প নেই।
গতকাল সকালে দেওয়ান বাজারস্থ বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর জামায়াতের মজলিসে শূরার এক অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রোভিসি অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগর কর্মপরিষদ সদস্য ডা: ছিদ্দিকুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক ও আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান এলাহী, কোতোয়ালি থানা আমির আমির হোসাইন, বন্দর থানা আমির মাহমুদুল আলম, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমি, সদরঘাট থানা আমির এম এ গফুর, আকবরশাহ থানা আমির অধ্য আব্দুল হান্নান চৌধুরী, বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসাইন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত : মোবারক হোসাইন নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র! হাসিনা যত টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত : টুকু খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির

সকল