২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উপদেষ্টা হাসান আরিফকে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়

অভিজ্ঞ এক আইনজীবী বন্ধুকে হারালাম : ড. কামাল
হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের নামাজে জানাজা : নয়া দিগন্ত -


ভালোবাসা ও ফুলেল শ্রদ্ধায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফকে শেষ বিদায় জানালেন তার দীর্ঘদিনের সহকর্মী আইনজীবী ও বিচারপতিরা। গতকাল বেলা ১১টায় প্রবীণ আইনজীবী এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হয়।
এ সময় হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রবীণ আইনজীবী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড. কামাল হোসেন বলেন, অভিজ্ঞ একজন আইনজীবী বন্ধুকে হারিয়েছি। যাকে হারিয়েছি তিনি সিনিয়র আইনজীবী ছিলেন। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওনাকে হারানোয় ‘বারে’ (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) একটা শূন্যতা সৃষ্টি হবে। এ রকম লোক একজনের পর একজন আমরা হারাচ্ছি, যেটা খালি হচ্ছে সেটা আর পূরণ করা যাচ্ছে না।

ড. কামাল বলেন, মুক্তিযুদ্ধের সময় হাসান আরিফের ভূমিকা স্মরণীয়। অভিজ্ঞ আইনজীবী হিসেবে যারা ছিলেন তার মধ্যে তিনি প্রথম সারির। আমি তার মাগফিরাত কামনা করি ও দোয়া করি। অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ শতাধিক আইনজীবী জানাজায় অংশ নেন।

জানাজার আগে প্রধান বিচারপতির লিখিত বক্তব্য পড়ে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। এতে বলা হয়, হাসান আরিফের মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।
এ সময় আরো স্মৃতিচারণ করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ ও তার জুনিয়র অ্যাডভোকেট আশিক আল জলিল।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তাঁর সাবমিশন (আদালতে শুনানিতে বক্তব্য উপস্থাপন) ছিল অনুকরণীয়। একজন ভালো আইনজীবী ও একজন ভালো মনের মানুষকে আমরা হারিয়েছি, যেটি অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে ।
জানাজার পর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে হাসান আরিফের লাশ বহনকারী গাড়িটি আদালত প্রাঙ্গণ ছাড়ে। এ সময় উপস্থিত আইনজীবীদের অনেকে ছিলেন অশ্রুসিক্ত।
হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় উপদেষ্টা হাসান আরিফকে ধানমন্ডির একটি হাসপাতালে নেয়া হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আইনজীবী এ এফ হাসান আরিফ। তখন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
তিনি বিদেশী বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিশ, বাণিজ্যিক সালিশ, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়, করপোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সেশন বিষয়, সাংবিধানিক আইন, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের পদ্ধতি নিয়ে কাজ করছিলেন। এ এফ হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০০৭-২০০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সচিবালয়ে জানাজা
এ এফ হাসান আরিফের নামাজে জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয় গতকাল দুপুর ১২টার দিকে। জানাজায় তার সহকর্মী, সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নজরুল ইসলাম অন্যদের মধ্যে জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দারের পক্ষে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো: জাহাঙ্গীর আলম খান মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তার প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়।

 


আরো সংবাদ



premium cement
জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস শহীদ আবু সাঈদকে কটূক্তি : ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী সোনারগাঁওয়ে ছেলের হাতে বাবা খুন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা খরচে ঠোঁটকাটাদের অপারেশন ক্যাম্প বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার : প্রেস উইং আ’লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়া হবে না : আখতার হোসেন

সকল