বিআরটি ব্রিজ ভেঙে গেলেও প্রকল্পের কাজ শেষ হয়নি
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর-গাজীপুর অংশে ‘বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)’ প্রকল্পের তুরাগ নদে নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। গতকাল ভোরে পাথরবোঝাই একটি ডাম্পট্রাক ব্রিজে ওঠার পর এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি নদে পড়ে গেলেও অল্পের জন্য চালক ও সহযোগী প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনার পর ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গাজীপুরগামী যানবাহনকে রাজধানীর উত্তরা আজমপুর এলাকা থেকে সরাসরি বিআরটি প্রকল্পের উড়াল সেতু এবং উত্তরা আব্দুল্লাহপুর হয়ে আশুলিয়া বাইপাস সড়কের কামাড়পাড়া ব্রিজ দিয়ে গাজীপুর বা ময়মনসিংহমুখী চলাচলের অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে জিএমপি তাদের ফেসবুক পেজে যানবাহন-সংশ্লিষ্টদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
জানা গেছে, তুরাগ নদে বিআরটি প্রকল্পের নতুন ব্রিজ নির্মাণকালীন বিকল্প চলাচলের জন্য স্টিলের তিনটি বেইলি ব্রিজ স্থাপন করা হয়। কিন্তু বিগত সরকার বার বার প্রকেল্পর সময় ও ব্যয় বাড়ালেও বিগত এক যুগেও কাজ শেষ করতে পারেনি। ইতোমধ্যে অস্থায়ীভাবে নির্মিত বেইলি ব্রিজ তিনটি ঘন ঘন ভারী যানবাহন চলাচলের কারণে কার্যকারিতা হারিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বেশ কিছু দিন আগে সড়ক ও জনপথ বিভাগ একটি বেইলি ব্রিজের পাশে সতর্কীকরণ সাইনবোর্ডও দেয়। কিন্তু এরপরও ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছিল। শনিবার ভোরে গাজীপুরের একটি কোম্পানির পাথরবোঝাই ট্রাক ঢাকা থেকে গাজীপুরমুখী ওই বেইলি ব্রিজে উঠতেই সেটি ভেঙে নিচে পড়ে। এ সময় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও তারা নিচ থেকে তীরে উঠতে সক্ষম হন।
পাশের চা দোকানি মনসুর বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, ব্রিজটি ভেঙে ট্রাকসহ নদীর ওপরে ঝুলছে। এ সময় ট্রাকের চালক ও অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
জিএমপির ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ বলেন, তুরাগ নদের দু’টি ব্রিজ ওয়ানওয়ে হিসেবে ঢাকা ও গাজীপুরমুখী যানবাহনের জন্য ব্যবহার হতো। একটি ভেঙে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরটি প্রকল্পের উড়াল সেতু অথবা কামারপাড়া ব্রিজ ব্যবহার করতে হবে। তবে তাবলিগ জামাতের দুইপক্ষের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইজতেমা ময়দান এলাকায় মানুষ ও যানচলাচলে সরকার ঘোষিত বিধিনিষেধ এখনো বলবৎ থাকায় কামারপাড়া ব্রিজ হয়ে টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়ক (কামারপাড়া রোড) ব্যবহার বন্ধ রয়েছে।
সড়ক ও জনপদের টঙ্গী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, তুরাগ নদের টঙ্গী বাজারসংলগ্ন পুরনো ব্রিজ ভেঙে বিআরটি প্রকল্পভুক্ত নতুন বড় ব্রিজ নির্মাণ শুরু হলে বিকল্প হিসেবে তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। দু’টি দিয়ে ভারী যানবাহন ও ভেঙে পড়া ব্রিজটি দিয়ে তুলনামূলক হালকা যানবাহন ও জনসাধারণের হেঁটে চলার জন্য ব্যবহার হতো। বেইলি ব্রিজ তিনটির ওপর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর একাংশ চালু আছে। গত কয়েক মাস আগে গাজীপুরমুখী একটি বেইলি ব্রিজে যানচলাচল বন্ধ করে দেয় বিআরটি কর্তৃপক্ষ। ইতঃপূর্বে আমরা যানবাহনের চালকদের সতর্ক করে মহাসড়কের পাশে একটি সতর্কীকরণ সাইনবোর্ড ঝুলিয়ে ছিলাম। মেরামত বা উদ্ধার তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি বিআরটি প্রকল্প কর্তৃপক্ষের কাজ। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে বিআরটি প্রকল্পের কাউকে পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা