২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মসজিদের নিচে মন্দির খোঁজা সমর্থনযোগ্য নয়: আরএসএস প্রধান

-

গোষ্ঠী স্বার্থ ও অন্ধ বিশ্বাসের অনুসরণ না করে স্পষ্টবাদী হিসেবে ভারতে আরএসএস প্রধান মোহন ভাগবত সুপরিচিত। তিনি বলেছেন, ভারতজুড়ে যেভাবে নানা জায়গায় মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে তা মোটেই সমর্থনযোগ্য নয়। গত বৃহস্পতিবার পুণেতে একটি ধর্মীয় সভার অনুষ্ঠানে এই ধরনের মন্তব্য করেন কট্টর হিন্দুবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। ভারতে প্রত্যেক দিন যে ভাবে মন্দির-মসজিদ বিতর্ককে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে, তাতে অসন্তুষ্ট ভাগবত বলেন, অযোধ্যায় রামমন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করছেন তারা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন। এটা মানা যায় না।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের নানা জায়গায় বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট-বড় নানা ধরনের হিন্দু সংগঠন, কিংবা কোনো হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য একটাই- সেই মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কি না, সেটা যাচাই করে দেখা। এর জেরে সম্প্রতি ভারতের অনেক জায়গাতে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত হয়েছে। আদালত এ ধরনের জরিপ কাজ আপাতত বন্ধ করে দিয়েছে।

ভাগবত বলেন, রাম মন্দির একটা বিশ্বাস ও আস্থার বিষয় ছিল। আর হিন্দুদের মনে হয়েছিল, এটা অবশ্যই গড়ে তোলা উচিত। কিন্তু যেভাবে নতুন বেশ কিছু স্থানে একই ধরনের ইস্যু তুলে ধরা হচ্ছে এবং তার ফলে যে ঘৃণা এবং শত্রুতার বাতাবরণ তৈরি হচ্ছে, তা কিছুতেই মেনে নেয়া যায় না।
সংখ্যাগুরু-সংখ্যালঘু নিয়ে ভাগবতের ব্যাখ্যা, ভারতে সবাই সমান। এখানে সবাই নিজের মতো করে উপাসনা করতে পারেন। বাঁচার জন্য যেটা প্রয়োজন তা হলো, সম্প্রীতি আর আইনশৃঙ্খলা মেনে চলা। তিনি আরো বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। ভারতের সেই নজির গড়ে তোলা উচিত, যেখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী ও সম্প্রদায়ের মানুষ একই সাথে পাশাপাশি সহাবস্থান করতে পারে।

 


আরো সংবাদ



premium cement
ভারতে কারাভোগ শেষে ফিরল ১৫ বাংলাদেশী নারী-শিশু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই

সকল