যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরে পেতে আমরা আশাবাদী : পররাষ্ট্র সচিব
- কূটনৈতিক প্রতিবেদক
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা (জিএসপি) ফিরে পাওয়া এবং দেশটির ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে পররাষ্ট্র সচিব এ আশাবাদ ব্যক্ত করেন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসটেন্ট ইউএসটিআর ব্রেনডেন লিঞ্চ এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। তিনি জিএসপি সুবিধা পুনর্বহাল এবং ডিএফসি থেকে অর্থ পেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা লেবার অ্যাকশন প্লান বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে অব্যাহত অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব। তিনি অভ্যন্তরীণ শ্রম পরিবেশকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ আরো উন্নত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জসিম উদ্দিন শ্রমিকদের বেতন প্রতি বছর ৯ শতাংশ হারে বৃদ্ধি, ১১ দফা শ্রম চুক্তি বাস্তবায়ন এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে শ্রম আইন পর্যালোচনাসহ শ্রম খাতে সংস্কারের অগ্রগতিগুলো তুলে ধরেন। ব্যবসার পরিবেশ আরো উন্নত করতে বাংলাদেশের প্রধান নিয়ন্ত্রক সংস্থাগুলোর হাতে নেয়া সংস্কার উদ্যোগগুলোর ওপরও তিনি আলোকপাত করেন।
শ্রম অধিকার, বিনিয়োগ ও ব্যবসার পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান উদ্যোগের প্রশংসা করেন ব্রেনডেন লিঞ্চ। তিনি জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) পরবর্তী বৈঠক আগামী বছরের প্রথমার্ধে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সহযোগিতা আরো গভীর, শক্তিশালী ও বিস্তৃত করার উপায় নিয়ে আলোচনা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা