১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

দুই নারীসহ ৬ জন নিহত

-


টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নওগাঁর পোরশায় আরেক নারী বাস উল্টে মারা যান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ব্রাহ্মহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, মাইক্রো বাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোতে থাকা একই পরিবারের তিন শিশুসহ অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে বীথি (৩৫) নামের এক নারী নিহত হন। তিনি মির্জাপুর পৌরসভার বাইমহাটী গ্রামের ময়নাল হকের মেয়ে। এ ঘটনায় নিহত বীথির কন্যাশিশু ও দুই ভাতিজি গুরুতর আহত হয়েছে। আহত অটোরিকশাচালক নয়নসহ তিন শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশার শিশা মাটিন্দর ব্রিজের কাছে বাস দুর্ঘটনায় এক নারী নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। নিহত নারী উপজেলার আমদা গ্রামের জিল্লু রহমানের স্ত্রী। জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস নিতপুর থেকে নওগাঁ যাওয়ার পথে শিশা-মহাদেবপুর রাস্তার মাটিন্দর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই নুরবানু (৫৫) মারা যান। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আমদা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম রহমান (৬৫), মৃত শামসুদ্দিনের ছেলে জিল্লু রহমান (৬০) ও তার মেয়ে মাহফুজা বেগম (৩৫) এবং নিতপুর পুরাতন দিয়াড়াপাড়া গ্রামের ওয়াসেব আলীর মেয়ে কলেজছাত্রী মনিরা খাতুন (২১) আহত হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মো: রিয়াদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী কাজল আহত হয়েছেন।
গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত রিয়াদ একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বানিয়াদী গ্রামের দক্ষিণপাড়া এলাকায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আমতলী বাজারের বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সিলেটগামী মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও বিপরীতমুখী কুমিল্লাগামী বালু বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়া মেয়ে শিশু রাইসা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) নিহত হন। আহতদের মধ্যে জেলা নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়াকে (৩০) গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।

এ ছাড়া আহতরা হলেন আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভির (১০), আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)। তাদেরকে জেলার পাশের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো: মারগুব তৌহিদ জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত

সকল