মাওলানা মামুনুল হক হাসপাতালে ভর্তি
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনিজনিত রোগে ভুগছেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতে গতকাল হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি মাওলানা মামুনুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এ সময় জামায়াত আমিরের সাথে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন ও অন্য নেতারা।
এদিকে পরিবার ও দলের পক্ষ থেকে মামুনুল হকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
প্রায় তিন বছর কারাভোগের পর গত মে মাসে মুক্তি লাভ করেন হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক। যে মামলায় তিনি কারাভোগ করেন সম্প্রতি সে মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।
মাওলানা মামুনুল হককে ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে পুলিশ। ওই বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় সরব ছিলেন আলোচিত এই ইসলামী নেতা। সে সময় ঢাকা ছাড়াও চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেই ঘটনায় মাওলানা মামুনুল হককে কয়েক ডজন মামলায় আসামি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা