৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লেবাননের ৬০ গ্রামে ফেরার বিরুদ্ধে ইসরাইলের হুশিয়ারি

-

দক্ষিণ লেবাননের ৬০টি গ্রামে বাসিন্দাদের ফেরার ব্যাপারে সতর্ক করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। বুধবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিন দিনের মধ্যেই এ সতর্কতা জারি করা হলো। আইডিএফ একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে একাধিক মাইল গভীর এলাকা চিহ্নিত করা হয়েছে। তারা জানিয়েছে, এই এলাকায় ফিরে গেলে নাগরিকরা ঝুঁকিতে পড়বেন। বিবিসি এ খবর জানিয়েছে।
লেবাননে হিজবুল্লাহর সাথে বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। অন্য দিকে, ইসরাইলেরও হাজার হাজার নাগরিক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, ইসরাইল ও লেবানন একে অপরের বিরুদ্ধে এর শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কামান ও বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, হিজবুল্লাহর অস্ত্র কারখানার কাছে সন্দেহজনক তৎপরতা এবং একাধিক এলাকায় যানবাহনের উপস্থিতি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।
লেবানন দাবি করেছে, ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতির শর্ত পালনে নজরদারি করতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসঙ্ঘ অন্তর্বর্তী বাহিনীর (ইউনিফিল) প্রতিনিধিদের নিয়ে একটি বহুজাতিক পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। যুদ্ধবিরতির পর প্রথম সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে হিজবুল্লাহর বিরুদ্ধে তীব্র যুদ্ধ চালানোর নির্দেশ তিনি আইডিএফকে দিয়েছেন। তিনি আরো বলেন, এই যুদ্ধবিরতি সংক্ষিপ্ত হতে পারে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির শর্ত অনুযায়ী, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে যাবে এবং লেবাননের সেনাবাহিনী সেখানে মোতায়েন হবে। ৬০ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতিকে যেভাবে দেখছে ইরান
লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামী। তিনি বলেছেন, এটি কৌশলগতভাবে লেবাননের জন্য জয় এবং ইসরাইলের জন্য পরাজয়। বৃহস্পতিবার এক বার্তায় আইআরজিসির প্রধান এই বার্তা দেন। খবর মেহর নিউজের।

 


আরো সংবাদ



premium cement