৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘শহীদী সপ্তাহ’ পালন করবে ইনকিলাব মঞ্চ

-

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘শহীদী সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক মিলনায়তনের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করা হয়। এ সময় সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সায়েন্স ফ্যাকাল্টি, নটর ডেম কলেজের দেয়ালে এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ‘খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা’ লিখিত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। নান্দনিকতার নামে এসব জায়গায় লতাপাতা ও অপ্রাসঙ্গিক চিত্রকর্ম করা হয়েছে, যা আমাদের জুলাই বিপ্লবের চেতনা প্রতিনিধিত্ব করে না। আমরা এই ফ্যাসিবাদী তৎপরতার তীব্র নিন্দা জানাই। আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছাতে যতবার মুছবে, ততবারই আমরা গ্রাফিতি আঁকব।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অন্তরবর্তীকালীন সরকারের নিকট চার দফা দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো : ১) প্রতিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস প্রাঙ্গণে শহীদী দেয়াল নির্মাণ করতে হবে। যেখানে স্থানীয় শহীদসহ শহীদের নাম সংরক্ষণ করা হবে। ২) প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসে শেখ মুজিব কর্নারের স্থলে ‘বাংলাদেশ কর্নার’ প্রতিস্থাপন করতে হবে। সেখানে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ করতে হবে। ৩) বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটি ডেডিকেটেড ‘জুলাই কর্নার’ নির্মাণ করতে হবে। যেখানে জুলাই বিপ্লবের প্রতিটি স্মৃতি সংরক্ষিত থাকবে। ৪) ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং দেশের প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে ‘জাগ্রত জুলাই’ স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। যদি সরকার এটি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে ইনকিলাব মঞ্চ বিপ্লবী ছাত্রজনতাকে সাথে নিয়ে শাহবাগে নিজেদের উদ্যোগে ‘জাগ্রত জুলাই’ স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে।
তিনি আরো জানান, আগামী জুলাই বিপ্লব আমাদের জাতির পুনর্জাগরণের প্রতীক। আমরা এই চেতনা অম্লান রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। আগামী ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শহীদী সপ্তাহ পালিত হবে। সরকারি সহায়তায় এ সব কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

 


আরো সংবাদ



premium cement