৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের সামভালের জামে মসজিদের মামলা হাইকোর্টে

-

ভারতের সামভালে মোগল আমলে নির্মিত শাহী জামে মসজিদে নিয়ে মামলা আপাতত নিম্ন আদালতে চলবে না বলে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মামলাটি নিয়ে হাইকোর্টে যেতে বলেছে সুপ্রিম কোর্ট। এ ছাড়া গতকাল শুক্রবার সামভালে যাতে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না হয়, তার জন্য ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়েছে পুলিশ। সেখানে পরিস্থিতি বিগত দিনগুলোতে থম থমে থাকলেও আর হিংসাত্মক ঘটনা ঘটেনি। দিন কয়েক আগে ওই মসজিদ নিয়ে জরিপকে কেন্দ্র করে অন্তত ৪ জন মুসলিম নিহত হন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে, সামভালে মসজিদের শাহি ঈদগাহ কমিটি যতক্ষণ না হাইকোর্টে যাচ্ছে, তত দিন পর্যন্ত মামলাটি চালানো যাবে না ট্রায়াল কোর্টে। গত ২৪ নভেম্বর শাহি মসজিদের সমীক্ষার কাজ শুরু করা হয়। আদালতের নির্দেশেই মোগল জমানার এই মসজিদে সমীক্ষা চালানো হচ্ছিল।
গত ১৯ নভেম্বর কেলা দেবী মন্দির কমিটির তরফ থেকে চনদৌসির একটি আদালতে মামলা রুজু করে বলা হয়, সামভালের শাহি মসজিদ আসলে শ্রী হরিনাথ মন্দির, যা সম্রাট বাবরের শাসনকালে, ১৫২৯ সালে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। এই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট বিচারক আদিত্য সিং ওই দিনই মসজিদের ভিডিয়োগ্রাফি সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো সমীক্ষা হয় সেই মসজিদে।
উত্তর প্রদেশের সামভালের সহিংসতা-কবলিত শাহি জামে মসজিদের সমীক্ষাকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের শুনানি করার সময়, সুপ্রিম কোর্ট শুক্রবার পিটিশনকারীদের এলাহাবাদ হাইকোর্টের কাছে যেতে বলে। আদালত মসজিদের জরিপ পরিচালনাকারী একজন অ্যাডভোকেট কমিশনারের রিপোর্টও এর মধ্যে সিলগালা কভারে রাখার নির্দেশ দিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement