মুক্তির আনন্দ
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৯ নভেম্বর ২০২৪, ০১:৩২
এগারো মাস জেলবন্দী অবস্থায় থাকার পর অবশেষে মুক্তি পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে কারাগারের বাইরেই ‘ব্রেকডান্স’ করতে শুরু করলেন যুবক। যুবকের ওই বিশেষ নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন জেলকর্তারাও। ভারতের উত্তরপ্রদেশের কনৌজের ঘটনা। জেল থেকে সদ্য মুক্তি পাওয়া ওই যুবকের নাচের একটি ভিডিয়ো ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম শিব। তিনি উত্তরপ্রদেশের চিবরামউয়ের বাসিন্দা। বছরখানেক আগে একটি মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। হাজার টাকা জরিমানাও করা হয়েছিল। কিন্তু পরিবারে কেউ না থাকার কারণে নিজের জামিন বা মুক্তির জন্য কোনো উকিল নিয়োগ করতে পারেননি শিব। তাকে আইনি সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয় একটি এনজিও এবং সেই সংস্থাই শিবের জামিনের ব্যবস্থা করে। এর পরে জেল থেকে মুক্তি পান শিব। উল্লেখ্য, জেল থেকে বেরিয়েই ‘ধনুকভাঙা পণ’ করেছেন শিব। জানিয়েছেন, আর কোনো দিন অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ তিনি রাখবেন না। জেলের মধ্যে তিনি কিছু পড়াশোনা শিখেছেন বলেও জানিয়েছেন।
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, কনৌজ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলের ঠিক বাইরেই নাচতে শুরু করেন শিব। হাত-পা বেঁকিয়ে ‘ব্রেকডান্স’ করেন তিনি। তার নাচ দেখে হাততালি দিতে শুরু করেন ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী এবং জেলকর্তারা। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।
এক্স হ্যান্ডলে পোস্ট করা সেই ভিডিও ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শিবের নাচের প্রশংসা করেছেন নেটিজনদের একাংশ। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা