২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বাণিজ্য সহযোগিতায় অগ্রাধিকার পাবে চীন

শ্রম অধিকারে কমপ্ল্যায়েন্স অর্জিত হলে জিএসপি সুবিধা পাওয়া যাবে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন : পিআইডি -


দেশের শ্রম অধিকারের ক্ষেত্রে কমপ্ল্যায়েন্স অর্জিত হলে জিএসপি সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে রয়েছে। আমরা সফলকাম হবো বলে মনে করি।
গতকাল রোববার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রমবিষয়ক মার্কিন পররাষ্ট্র দফতরের বিশেষ প্রতিনিধি মিসেস কেলি এমফে রদ্রিগেজ-এর নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, মার্কিন দূতাবাসের প্রধান মেগান বোল্ডিংসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্রম অধিকারকে আরো যুগোপযোগী করাসহ শ্রমিকের অধিকার নিয়ে যে ১১ দফা কর্মসূচি আছে- সেটা বাস্তবায়নের লক্ষ্যে বৈঠকে আমরা বিশদ আলোচনা করেছি। আমরা কত দ্রুত এই ১১ দফা বাস্তবায়ন করতে পারব- বৈঠকে সেটাই মূলত আলোচনা হয়েছে।
১১ দফায় কী আছে- জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে গেলে আমাদের লেবার রাইটসের বিষয়ে যে জিনিসগুলো (একটি প্রতিষ্ঠানে আইএলও কনভেনশন, দেশের প্রচলিত শ্রম ও অন্যান্য আনুষঙ্গিক আইন, বায়ার আচরণবিধি কোম্পানির নিজস্ব নিয়মকানুন) আছে, সেগুলো কমপ্ল্যায়েন্স করতে হবে। সেটা করতে পারলে আমরা অবশ্যই জিএসপি সুবিধা পাব বলে আশা রাখি।

এ বিষয়ে বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। মূলত শ্রমিকের জীবনযাপন, মানোন্নয়ন এবং ইউনিয়ন এক্টিভিটিস করার জন্য এগুলো করা হচ্ছে। আমরা সবাই এক লাইনেই কাজ করছি। আজকে মার্কিন প্রতিনিধিদল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে এখানে এসেছে। তারা শ্রমিকদের লেবার রাইটস ইস্যু, ট্রেড ইউনিয়ন, নিরাপত্তা ও ন্যূনতম মজুরিসহ অন্যান্য বিষয়ে নজর দিতে বলেছে। অন্যদিকে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার সুবিধা বাড়ানো ও শুল্কমুক্ত সুবিধা প্রদানের তাগিদ দিয়েছি। প্রতিনিধিদলটি এ বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বর্তমান সরকার অনেক সংস্কার কাজে হাত দিয়েছে। শ্রমখাতেও সংস্কার করার জন্য আলাদা একটি টিম কাজ করছে। এখানে শ্রম, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ ও প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সবাই সমন্বিতভাবে কাজ করছে।
আমেরিকার বাজারে এখন প্রায় ১৬ শতাংশ ডিউটি দিয়ে আমাদের পণ্য রফতানি করতে হয়। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে কথা বলেছি। জিএসপি সুবিধা বহাল থাকলে এটা দিতে হতো না। সে জন্য আমরা বলেছি যে, জিএসপি সুবিধায় আমরা থাকতে চাই। জিএসপি ছাড়াও বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রফতানি হয় আমেরিকার বাজারে। আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি যে সুবিধাটা ইউরোপীয় ইউনিয়নে পাচ্ছি- সেটা আমরা সব জায়গায় চাচ্ছি। তাদের বলেছি, কিন্তু তারা সেই লাইনে কোনো কথা বলে না। তবে আমরা সেই সুবিধাটা চেয়েছি। আমরা আমাদের অবস্থানের কথা জানিয়েছি।
বৈঠকে তৈরী পোশাক খাতের অস্থিরতা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে তারা এ খাতকে আরো কিভাবে মানোন্নয়ন করা যায়, সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে অগ্রাধিকার পাবে চীন : উপদেষ্টা
বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে বড় অগ্রাধিকার পাবে চীন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।
গতকাল রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে চীন। আমরা অধিক পণ্য রফতানির মাধ্যমে এ সুযোগকে কাজে লাগাতে চাই।
তিনি বলেন, চীনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সাথে এদেশের সম্পর্কে অনন্য মাত্রা যোগ করেছে। মুক্তবাণিজ্য চুক্তি দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।
চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে আরো পণ্য, বিশেষ করে আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে চীন।
আগামী বছরের জুলাইয়ে বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় চীন উল্লেখ করে তিনি এ আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও রাষ্ট্রদূত চীনের আয়োজনে সেই দেশে অনুষ্ঠিত চায়না-ইউরোশিয়া বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা চান।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল