২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল রক্ষায় ১৩ সুপারিশ

-

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলাজুড়ে ৩৩ হাজার হেক্টর জমিতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। কিন্তু সাইক্লোন, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো উচ্চঝুঁকির প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ভূমিকম্প, খরা, নদীভাঙন ও আকস্মিক বন্যার ঝুঁকিও আছে এ অঞ্চলে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার কারণে ওই এলাকায় পরিবেশের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।
আঞ্চলিক পরিবেশ ও সামাজিক মূল্যায়নে (রোসা) এসব বিষয় উঠে এসেছে। গত বুধবার এ খসড়া নিয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের সেমিনারে বিভিন্ন ঝুঁকির পাশাপাশি ১৩টি সুপারিশ তুলে ধরা হয়। এর আগে বিভিন্ন পর্যায়ে প্রায় ২০০ কর্মশালার মাধ্যমে সুপারিশগুলো নির্ধারণ করা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ( বেজা) এর আয়োজন করে।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর। খসড়া প্রতিবেদনটি উপস্থাপন করেন মূল্যায়ন দলের টিম লিডার কাজী ফরহাদ ইকবাল।
সেমিনারে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, এটিকে কার্যকর শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকারের অনেক প্রতিষ্ঠানের সহযোগিতার প্রয়োজন।

 


আরো সংবাদ



premium cement
সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা

সকল