মিরসরাই অর্থনৈতিক অঞ্চল রক্ষায় ১৩ সুপারিশ
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৬
চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলাজুড়ে ৩৩ হাজার হেক্টর জমিতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। কিন্তু সাইক্লোন, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো উচ্চঝুঁকির প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ভূমিকম্প, খরা, নদীভাঙন ও আকস্মিক বন্যার ঝুঁকিও আছে এ অঞ্চলে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার কারণে ওই এলাকায় পরিবেশের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।
আঞ্চলিক পরিবেশ ও সামাজিক মূল্যায়নে (রোসা) এসব বিষয় উঠে এসেছে। গত বুধবার এ খসড়া নিয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের সেমিনারে বিভিন্ন ঝুঁকির পাশাপাশি ১৩টি সুপারিশ তুলে ধরা হয়। এর আগে বিভিন্ন পর্যায়ে প্রায় ২০০ কর্মশালার মাধ্যমে সুপারিশগুলো নির্ধারণ করা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ( বেজা) এর আয়োজন করে।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর। খসড়া প্রতিবেদনটি উপস্থাপন করেন মূল্যায়ন দলের টিম লিডার কাজী ফরহাদ ইকবাল।
সেমিনারে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, এটিকে কার্যকর শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকারের অনেক প্রতিষ্ঠানের সহযোগিতার প্রয়োজন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা