২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অক্টোপাসের বুদ্ধিমত্তা

-

মানবজাতির অস্তিত্ব ধ্বংসের আশঙ্কা শুধু কল্পকাহিনীর বিষয় নয়; বিজ্ঞানীরাও মনে করছেন পারমাণবিক বোমা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বা প্রাকৃতিক দুর্যোগের মতো নানা কারণ থেকে একদিন মানবসভ্যতা বিলীন হয়ে যেতে পারে। ভবিষ্যতের পৃথিবী যেখানে মানুষের আর কোনো অস্তিত্ব থাকবে না, সেখানে নতুন করে আধিপত্য বিস্তারের সম্ভাবনা রয়েছে একটি ব্যতিক্রমী প্রাণী অক্টোপাস।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম কুলসনের মতে, অক্টোপাস এমন একটি প্রাণী যা ভবিষ্যতে পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হতে পারে। তাদের অসাধারণ বুদ্ধিমত্তা, জটিল স্নায়ুতন্ত্র এবং পরিবেশের সাথে দ্রুত অভিযোজন ক্ষমতা তাদের এ প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। অক্টোপাসের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র এতটাই জটিল যে, তারা কেবল সমস্যার সমাধান করতেই দক্ষ নয়, বরং পরিবেশ বুঝে নিজের আচরণও বদলে নিতে পারে। এমনকি, বাস্তব ও ভার্চুয়াল বস্তুর মধ্যে পার্থক্য করার সক্ষমতাও রয়েছে তাদের। অক্টোপাসের এই বৈশিষ্ট্য তাদের ভবিষ্যতের পৃথিবীতে টিকে থাকার জন্য আদর্শ প্রার্থী হিসেবে তুলে ধরেছে। অধ্যাপক কুলসন বলেন, অক্টোপাস অত্যন্ত কৌতূহলী এবং তাদের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করার অসাধারণ দক্ষতা রয়েছে। তারা দ্রুত শেখে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। এই কারণেই ভবিষ্যতে পৃথিবীর শাসক হিসেবে অক্টোপাস নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারে। বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, অক্টোপাস শুধু পরিবেশের সাথে অভিযোজিত হয় না, বরং প্রতিনিয়ত উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে নতুন নতুন সমাধান খুঁজে নেয়। এ কারণেই, প্রাকৃতিক বিপর্যয়ের পর মানবশূন্য পৃথিবীতে তাদের বিস্তার সম্ভব বলে মনে করা হচ্ছে।
এমন ভবিষ্যৎ এখনো কল্পনাতীত হলেও অক্টোপাসের গুণাবলি বিজ্ঞানীদের মনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যেভাবে কল্পকাহিনিতে বানর বা রোবট পৃথিবীর দখল নেয়ার গল্প বলা হয়, বাস্তবে তা হতে পারে অক্টোপাসের মাধ্যমে। মানুষের অস্তিত্ব যখন নানা সঙ্কটে জর্জরিত, তখন অক্টোপাসের মতো প্রাণীর এমন সম্ভাবনা আমাদের নতুন করে চিন্তা করতে বাধ্য করছে। ভবিষ্যতের পৃথিবীতে মানবজাতি যদি বিলুপ্ত হয়, তবে অক্টোপাসই হয়তো সেই শূন্যস্থান পূরণ করবে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement
বিদেশী কম্বলের ভিড়ে কমেনি লেপ-তোষকের কদর শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে : পুতিন নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি হবে মুরাদনগরে পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা, থানায় আত্মসমর্পণ ছেলের আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন'

সকল