২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ইসির অগাধ ক্ষমতা থাকলেও সমস্যা ছিল প্রয়োগে’

-

নির্বাচন কমিশনকে (ইসি) সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু এই অগাধ ক্ষমতা প্রয়োগে সমস্যা ছিল। এ সমস্যা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সাথে ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে গতকাল কমিশনের একটি প্রতিনিধিদলের মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ইসি সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের সাথে আমরা মতবিনিময় করেছি। উনারা আগে নির্বাচন করেছেন, ভবিষ্যতেও করবেন। উনারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। কী বিষয়ে আমাদের মনোযোগ এবং অগ্রাধিকার দেয়া দরকার, সে মতামত নিয়েছি আমরা। খুব ভালো আলোচনা হয়েছে। উনারা অনেকগুলো বিষয়ে আলোকপাত করেছেন। সুস্পষ্ট বিষয়গুলো আমাদের লিখিতভাবে দেবেন তারা। আলোচনা ফলপ্রসূ হয়েছে।
সুজন সম্পাদক ড. বদিউল আলম বলেন, কমিশনের আইনকানুন, বিধিবিধানগুলো আরো শক্তিশালী করা দরকার এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায়, সেসব ব্যাপারে পরামর্শ ছিল। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ যারাই নির্বাচনে দায়িত্ব পালন করে তারা যেন আরো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, একটি বিষয় সুস্পষ্টভাবে এসেছে। আমাদের আইনকানুন ও বিধিবিধানের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো দূর করা দরকার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। নির্বাচন কমিশনকে সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেয়া হয়েছে।
তিনি বলেন, আপিল বিভাগের একটা রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধানের সাথে সংযোজনও করতে পারে। অগাধ ক্ষমতা দেয়া ছিল, তবে এটা প্রয়োগের সমস্যা ছিল। এই সমস্যাটা দূর করতে হবে।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল : ফখরুল নোয়াখালীতে ট্রাকচাপায় এক শিশু নিহত ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব : উপদেষ্টা ৪টি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে : মোস্তাফিজার রহমান গৌরনদীর সাবেক মেয়রকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪ বক্তৃতায় খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস

সকল