মধুপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪,অন্য স্থানে ৩ জন
- নয়া দিগন্ত ডেস্ক
- ২০ নভেম্বর ২০২৪, ০৩:৪১
টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী, পটিয়া ও সাতক্ষীরায় অপর তিনটি সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষক ও বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছেন।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জনসহ চারজন নিহত ও বেশ কয়েজন আহত হয়েছেন। গতকাল ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বিনিময় পরিবহনের একটি বাস ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ এর দু’জন আরোহী মারা যায় এবং অপর দু’জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক (২৮), একই গ্রামের শাহাজল সেক (৪২), পিকআপ চালক একই উপজেলার হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)। নিহতরা সবাই ঢাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, হাটহাজারীতে বাস চাপায় এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী ১১ মাইল এলাকায় ১০০ মেঘাওয়াট পিকিং পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক মাওলানা মো: শোয়েব (২৮) ওরফে মহেশখালী হুজুর এগার মাইল ফরেস্ট গেট এলাকার শাহ ওয়ালিউল্লাহ মাদরাসার শিক্ষক বলে জানা গেছে। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়ি ইউনিয়নে।
তিনি সোমবার সকাল বেলা ক্লাস শেষ করে চট্টগ্রাম শহরে চিকিৎসাধীন তার অসুস্থ ভগ্নিপতিকে দেখতে যান। রাতে তিনি দ্রুতযান বাসে চড়ে কর্মস্থলে ফিরে আসার সময় মাদরাসার পাশে হাটহাজারী ১১ মাইল এলাকায় এসে গাড়ি থেকে নামতে গিয়ে ওই গাড়ির পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
পুটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলের ধাক্কায় মো: জমির উদ্দিন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদ তৌহিদ (২৪) গুরুতর আহত হয়েছেন। সেলিম বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত সোমবার রাত সাড়ে ৭টায় পটিয়া আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের দমদমা দীঘির পাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জমির উপজেলার পূর্ব বলগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে। গুরুতর আহত মোহাম্মদ তৌহিদ একেই উপজেলার মুরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাফর মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর মোড়ল পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মৃত জবেদ আলী মোড়লের ছেলে।