১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাটি পরীক্ষায় কৃষকের দোরগোড়ায় যাচ্ছে গবেষণাগার

-


মাটি পরীক্ষায় দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলার কৃষকের দোরগোড়ায় যাচ্ছে ভ্রাম্যমাণ গবেষণাগার। মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে কৃষককে উৎসাহিত করতে মাটি পরীক্ষার এ কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃত খরচ ৪৪০ টাকা) কৃষকরা ফসলি জমির মাটি পরীক্ষা করতে পারবেন। এসআরডিআই-এর কর্মীরা মাটি পরীক্ষার পর কৃষককে সার সুপারিশ কার্ড সরবরাহ করবেন।
গতকাল দুপুরে রাজধানীর খামারবাড়ির কেআইবি চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো: ছাইফুল আলম। এসআরডিআই-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসআরডিআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমীর মো: জাহিদ প্রমুখ।

এবার ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কর্মসূচির স্লোগান ‘মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন।’ ডিএই’র ডিজি মো: ছাইফুল আলম বলেন, ‘মাটি ভালো না হলে ফসলও ভালো হয় না। ফসল উৎপাদন বাড়াতে জমিতে সুষম সার প্রয়োগ করতে হবে। মাটির গুণাগুণ যাচাই করতে হবে। এর জন্য মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মাটি পরীক্ষার উদ্যোগ নিয়েছে। মাটি পরীক্ষার পর মৃত্তিকার সার সুপারিশ কার্ড ব্যবহারে কৃষকরা উপকৃত হবে।’
মাটির স্বাস্থ্য ভালো রাখা ছাড়া বেশি ফসল উৎপাদন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এসআরডিআই-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। তিনি বলেন, ‘মাটি কৃষি উৎপাদনের একমাত্র মাধ্যম। মাটির স্বাস্থ্য ভালো রাখা ছাড়া বেশি ফসল উৎপাদন সম্ভব নয়। মৃত্তিকা মাটি পরীক্ষার মাধ্যমে দেশের কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ এসআরডিআই’র তথ্য অনুসারে, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (এমএসটিএল) রবি-২০২৪ মৌসুমের কর্মসূচি মোতাবেক ১৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মাটি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করবে। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। প্রতিটি ভ্রাম্যমাণ গবেষণাগার নির্ধারণ উপজেলায় সাধারণত তিন-পাঁচ দিন অবস্থান করবে এবং মাটি পরীক্ষা ও ফসলের সুষম মাত্রার সার সুপারিশ কার্ড প্রদান করবে। মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করলে ফলন ১৫-২০ শতাংশ বৃদ্ধি পায়, উৎপাদন খরচও ১০-১৫ শতাংশ কম লাগে, সারের অতিরিক্ত ব্যবহার হ্রাস পায়, সর্বোপরি পরিবেশদূষণ (মাটি, পানিদূষণ) থেকে রক্ষা পাওয়া যায়। মাটি পরীক্ষায় অংশ নেবে ১০টি ভ্রাম্যমাণ গবেষণাগার। নদ-নদীর নামে নামকরণ করা গবেষণাগারগুলো হচ্ছে, যমুনা, তিতাস, রূপসা, তিস্তা, মধুমতি, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, কীর্তনখোলা, সুরমা ও করতোয়া।

 


আরো সংবাদ



premium cement
গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে পঞ্চদশ সংশোধনী ঘিরে যা ঘটেছিল প্রস্তুতি ম্যাচেও পিছু ছাড়েনি টপ অর্ডার অস্বস্তি শিগগির প্রধান উপদেষ্টার সাথে ইইউ’র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির চুয়াডাঙ্গায় শীতে জবুথবু, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিলেন বাইডেন দেশে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চলে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা

সকল